আপনি কি প্রায়ই নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার কাজে অনীহা বোধ করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে দ্য আর্ট অব লেজিনেস বইটা অতি অবশ্যই আপনারই জন্য। বেশিরভাগ সময় আমরা অলসতার কারণেই ছোট্ট এই জীবনটাকে উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করি। শুধুমাত্র অলসতার কারণে যেমন আপন লক্ষ্যে পৌঁছাতে পারি না, তেমন নুতন কিছুও শুরু করা হয় না ফলে, আমাদের জীবনও একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। ‘দ্য আর্ট অব লেজিনেস ‘ বইটা আপনাকে পথ দেখাবে কীভাবে অলসতা ঝেড়ে ফেলে আর গড়িমসি না করে জীবনটাকে গুছিয়ে নেবেন, আপনার স্বপ্নকে ছুঁয়ে দেখবেন।