লেখকের লেখা প্রতিটি গল্পে প্রকাশ পেয়েছে মৌলিক পরিবর্তন, চিন্তা শক্তির স্বচ্ছতা, চেতনার অভিলাষ, বাস্তবতার কষাঘাত এবং সূক্ষ্ম অনুভুতি, যা সাহিত্যের রস আস্বাদনে নতুন মাত্রা পাবে। কারণ, গল্পের আবহ, আঙ্গিক, ঘটনা ভিন্ন এবং বৈচিত্র্যময়। জন স্টেনবেকের উদ্ধৃতির মতে 'একটি ভালো গল্প হলো কবিতার মতো, যার শেষ থাকে না।'