তিক্ত হলেও সত্য যে, আজকের এই প্রতিযোগিতামূলক দুনিয়াতে বেশিরভাগ মানুষই ঝরে পড়ছে। তারপরও কিছুসংখ্যক মানুষ তো সফল হচ্ছে। তাদের ৩টি গ্রুপে ভাগ করা যায় : অতি দক্ষ কর্মী : এই গ্রুপের সবাই আসলে কর্মী। তবে এরা খুবই দক্ষ কর্মী। যারা যেকোনো জটিল বিষয়কে খুবই দক্ষতার সাথে সমাধা করে থাকে এবং অনেক অদক্ষ কর্মীর পজিশন হুমকির মুখে ফেলে দেয়।