মির্জা বাড়ির লিভিং রুমে বৈঠক বসেছে। শফিক সওদাগর মাথা নিচু করে বসে আছেন। আম্বিয়া মির্জা অনেক আগেই বেশ কিছু কথা শুনিয়ে দিয়েছেন। "কেমন মেয়ে জন্ম দিয়েছে? বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে যায়! এমন মেয়ে কেটে বস্তায় পুরে নদীতে ফেলে দেওয়া ভালো। বাপ-মায়ের নাক-কান কাটে!" জাফর মির্জা স্ত্রীকে ধমক দিয়ে চুপ করানোর চেষ্টা করলেন। তবে আম্বিয়া মির্জা চুপ করলেন না। কঠিন স্বরে জানালেন, "এই বিয়ে হবে না। মেয়ে সঙ্গে দিয়ে দাও বাপ-মায়ের কাছে।" "আমি ওকেই বিয়ে করব। আর আজ, এই মুহূর্তে," সাদনান ফোনে দৃষ্টি স্থির রেখেই গম্ভীর কণ্ঠে বলল। তার কণ্ঠে এমন কিছু ছিল, যা সবাইকে স্তব্ধ করে দিল। সবাই অবাক হয়ে তার দিকে তাকাল। আম্বিয়া মির্জা চুপসে গেলেও দমে গেলেন না। নাতিকে বোঝানোর স্বরে বললেন, "দাদুভাই, যে মেয়ে বিয়ের আগে নিজের প্রেমিকের সঙ্গে পালানোর জন্য বাড়ি ছেড়েছে, সেই মেয়ে বিয়ের পর নিজের প্রেমিকের সঙ্গে পালাবে না, তার কি নিশ্চয়তা আছে?" আম্বিয়া মির্জার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সাদনান বলল, "পালাবে না। ভাবি, যাও, ওকে নিয়ে এসো।" আয়না মেয়েকে কোলে নিয়ে মাথা নেড়ে উপরের দিকে চলে গেল। পেছনে পেছনে মাইশাও গেল। আম্বিয়া মির্জা মনে মনে নাতির ওপর ক্ষিপ্ত হয়ে উঠলেন। এদিকে চাঁদ ফোনে কথা বলে এসে সাদনানের পাশে দাঁড়িয়ে জানাল, "স্যার, কাজি সাহেব দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন।" সাদনান মাথা দুলিয়ে তার সম্মতি জানালেন।
"সাদনান আর প্রিয়তা সব সময় একটা প্রিয় জুটি আমার কাছে...ভিন্ন রুপে ভিন্ন ভাবে প্রিয়তা আর সাদনান উপস্থিত হয়...আর প্রতিবার ভিন্ন ভাবে মুগ্ধতা ছড়ায়...আর এই মুগ্ধতা সৃষ্টির কারিগর জান্নাত তুমি...তোমার লিখা সব সময় ভালো...দোয়া করি আরো ই-বুক বের হোক তোমার....ভালবাসা রইল"
ই-বুকটা অসম্ভব ভালো লেগেছে। তাদের পড়ে কখনোই বিরক্তি আসে বরং শেষ হলে মনে আর একটু বড় হলেও পারতো। এটা সত্যিই অসাধারণ ছিলো। সাদনান প্রিয়তা মানেই অন্য রকম কিছু। তাদের কেমিস্ট্রি, তাদের সংসার এবং তাদের একে অপরের প্রতি দায়িত্ববোধ সব মিলিয়ে অসাধারণ ছিলো। দোয়া রইলো ভবিষ্যতে আরো ভালো লেখা পাঠকদের উপহার দাও 🥰🥰
Read all reviews on the Boitoi app
আমার পড়া বেস্ট গল্প।সাদনান আর প্রিয়তা আমার প্রথম ভালোবাসা। ওদের পড়ে আমি খুবই আনন্দিত। লেখিকা আপুর লেখা অসাধারণ।
Golpo ta khub sundor chilo apu ❤️❤️ Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno ❤️❤️❤️❤️
Just wow darun lagce 🥰❣️🥰
অসাধারণ অসাধারণ অসাধারণ আপু যেমন গল্পের নাম তেমন গল্পের চরিত্র উফফফ জাস্ট অসাধারণ হয়েছে আপু 😍😍😍 সাদনান প্রিয়তার জুটিটা আমার অনেক পছন্দের ❤️❤️ তোমার প্রথম ই-বুক জাস্ট অসাধারণ হয়েছে আপু বলে শেষ করা যাবে না 🥰🥰🥰 অনেক সুন্দর হয়েছে 🌸🌸🌸🌸🌸
আমি এই প্রথম আপনার গল্প পড়ছি। এইটা আমার কেনা প্রথম ই-বুক।গল্প টা সুন্দর কিন্তু ছোট।কাহিনী ও তেমন স্পেশাল না।কিছুটা ভিন্ন প্লট হলে ভালো হত❤️
গুছানো লিখা লাগসিল না।।।মনে হচ্ছিল sometimes is missing...
অসাধারণ একটা বই আপু
খুব খুব সুন্দর ছিলো গল্পটা🥰।এভাবেই বেশি বেশি সুন্দর রোমান্টিক গল্পের অপেক্ষায় থাকবো কিউটি❤🥰। lots of love❣️
Good. But if the platform is different then it will be better.