আমান মেঘের পা দুটো ধরে নিজের দিকে এগিয়ে আনে, " ছেড়ে দেও বাড়ি যাব আমি। দয়া করে আমাকে বাড়িতে দিয়ে আসো। তুমি সেই যে আমাকে রাতে ভয় দেখাতে। " মেঘ নিজেকে পিছিতে নিতে চাইলে আমান মেঘকে আরও নিজের কাছে নিয়ে আসে, " আমাকে ক্ষমা করো জান। তোমার এই কথাটা আমি রাখতে পারবনা। অনেকটা সময় আমি অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি আসবে সেই জন্য। আমি আমার জীবনে কোন মেয়ের দিকে পর্যন্ত তাকায় নি তোমার জন্য।আজ তোমার ১৯ বছর পূর্ণ হলো। এবং আমারো অপেক্ষার অবসান ঘটলো। " আমানের কথা গুলো মেঘের শরীরের প্রতিটা অংশে কম্পন তোলার জন্য যথেষ্ট। মেঘ ভয়ে কাঁপছে ভয়ে। আমান মেঘকে নিজের বুকের মাঝে চেপে ধরে, মেঘ কোন ভাবেই নিজেকে আমানের থেকে ছাড়াতে পারছে না। শরীরের সমস্ত শক্তি দিয়েও পারছেনা। এটা সম্ভব নয়। মেঘ হাল ছেড়ে দেয়। আমান মেঘকে শান্ত হতে দেখে মেঘের হাত দুটো ছেড়ে দেয়। এর পর একটা ম্যাজিক করে যার ফলে মেঘের হাত এবং পা অদৃশ্য সেকল দ্বারা আবদ্ধ হয়ে যায়। মেঘ কিছু বুঝে ওঠার আগেই নিজের জ্ঞান হারায়। আমান মেঘের পাশে বসে থাকে। চোখ দুটো মেঘের মায়াবী চেহারার দিকে স্থির।
"golpoti khub sundor..aman r megh er jhuti khub maniyeche.ami writter k request korbo jate future emon sundor golpo r o dey. Thanks"
শুরুতে তেমন আগ্রহ না পেলেও পড়তে পড়তে বেশ ভালো লেগেছে ই-বুকটি। একবসায় পড়েছি৷ 🎀❤️
Read all reviews on the Boitoi app
golpoti khub sundor..aman r megh er jhuti khub maniyeche.ami writter k request korbo jate future emon sundor golpo r o dey. Thanks
osombob sundor hoice...megh aman best always... Sotti bolthe emn type story amr onek valo lage..fantasy story hisabe kub balo lagce..❤️❤️plz ay story er sesson 2 anio.....plzz