নিজের পছন্দের পুরুষকে অন্য রমণীর হাত ধরে হাঁটতে দেখে থমকে গেল তোহা। দাঁতে দাঁত চেপে চোখের জল আটকানোর চেষ্টা করছে সে। নীরবে সরে আসার চেষ্টা করল। কিন্তু হায়! মানুষটা তার আগেই তাকে দেখে ফেলল। নীরবে বয়ে চলা নদীর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বিষাদের হাসি ঝুলিয়ে তোহা বলল, " বুঝলি সাফু আমার গল্পে আমি নায়িকা। আমার গল্প শুনলে সবাই কষ্ট পাবে, সেই মেয়েকে দোষারোপ করবে। কিন্তু তাদের গল্পে আমি নিছক এক তুচ্ছ চরিত্র। তাদের ভালোবাসার গল্পে আমি কেবল মাত্র একজন তৃতীয় ব্যক্তি। তুই যতই মন উজার করে ভালোবাসিস একপক্ষিক ভালোবাসার পরিসমাপ্তিতে শুধু কষ্ট আর বিষাদের ছোঁয়াই থেকে যায়।"
বইটা পড়ে মনে একটা অন্যরকম অনুভূতি হয়েছে।
Read all reviews on the Boitoi app