সৃষ্টির সেরা জীব হয়েও মানুষের মধ্যে অনেক ঘৃণিত অভ্যাস রয়েছে যার অন্যতম হলাে বিশ্বাসঘাতকতা'। এই পৃথিবীর সব জায়গায় কিছু না কিছু বিশ্বাসঘাতক আধনি অবশ্যই খুঁজে পাবেন। তবে পৃথিধীতে এমন কিছু বিশ্বাসঘাতক জন্মেছিল, যাদের বিশ্বাসঘাতকতার জন্য সেই রাষ্ট্র বা জাতিকে অনেক চড়া মূল্য দিতে হয়েছিল, ইতিহাসের খলনায়ক’ গ্রন্থে সেইরকম কিছু বিশ্বাসঘাতকের পরিচিতি উল্লেখ করা হয়েছে।