এর মাঝে তুতুন লেখা শেষ করে ফেলেছে। বাংলা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ সব তার লেখা শেষ। আমি খাতাটা চোখের সামনে ধরলাম। সুন্দর গোটা গোটা লেখা। দেখে বিশ্বাস করা শক্ত যে সাড়ে তিন বছরের কোন শিশুর লেখা এটা৷ এয়ারকন্ডিশনারের আরামদায়ক শীতলতা তাচ্ছিল্য করে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আমি দেখলাম তুতুন সব লিখেছে একদম ঠিকঠাক কিন্তু তার প্রতিটি অক্ষর আয়নায় দেখা লেখার মত উলটো! অর্থাৎ মিরর ইমেজে লিখেছে সে সবটা!
ভালো লাগলো। যদিও শ্রোডিঙ্গারের বিড়ালের মতো রহস্যটা অমীমাংসিত রয়ে গেল।
Read all reviews on the Boitoi app