সন্তান প্রতিপালন একটি ধারাবাহিক প্রক্রিয়ায় সম্পন্ন করতে হয়। এর কোনো ধাপে যদি আপনি ব্যর্থ হন, পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়াটা আপনার জন্য কষ্টসাধ্য হবে—এটাই স্বাভাবিক। ধরুন, সন্তানকে আপনি বাল্যকাল থেকেই মোবাইল দিয়ে রেখেছেন, টিভির স্ক্রিনের সামনে বসিয়ে রেখেছেন। বয়স বাড়ার সাথে সাথে এগুলোর প্রতি তার আগ্রহ বাড়বে। আপনার সন্তান তখন স্বাভাবিকভাবেই মোবাইলের প্রতি আসক্ত হবে। আর মোবাইল আসক্তি তার দেহ-মনে নানারকম সমস্যা সৃষ্টি করবে, যার প্রতিফলন ঘটবে বাস্তব জীবনে। ফলে আপনি সন্তানের ব্যাপারে নানা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হবেন, তাকে ভালো করার উপায় খুঁজবেন।