শিশুর মনে হাজার হাজার প্রশ্ন। তাদের প্রশ্নের যেন আর শেষ নেই। প্রশ্ন সমুদ্র আছে যেন সব শিশুর মনে। একটি প্রশ্নের উত্তর পেতেই তারা আরেকটি প্রশ্ন করে। তাদের জানার আগ্রহ অনেক। তারা জানতে চায় পৃথিবীকে নিয়ে, মহাকাশ নিয়ে, ডাইনোসর নিয়ে, বিজ্ঞানীদের আবিষ্কার নিয়ে। মোট কথা তারা পুরো বিশ্ব নিয়ে ভাবতে ভালোবাসে। সেগুলো নিয়ে প্রশ্ন করতে এবং তার উত্তর পেতে ভালোবাসে। শিশু মনের অজস্র প্রশ্নের উত্তর দিতেই আমাদের এই প্রকাশনা। এখানে জ্ঞান ও বিজ্ঞানের ৫০০ প্রশ্ন ও তার উত্তর দেয়া আছে। যা পড়ে শিশু যেমন অনেক কিছু জানতে পারবে, তেমনই সে ভীষণ আনন্দও পাবে। এই বইটি পড়লে তার সামনে খুলে যাবে বিশাল এক জ্ঞানের ভাণ্ডার। সকল শিশুর পরিপূর্ণ বিকাশ আমাদের কাম্য। ভালো থাকুক আমাদের সকল শিশু। মমতাজ আহাম্মদ