ভরা পূর্ণিমা।জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে আশপাশ। কাছেই এক প্রাসাদ।চাঁদের আলোয় এক দারুন দীপ্তি ছড়িয়ে শ্বাস নিচ্ছে প্রাসাদের প্রতিটা প্রজা। বৃদ্ধ রাজা রানি,রাজপুত্র রাজকন্যা নিয়ে হেসে খেলে স্বর্গের ন্যায় বাস করতে লাগলো সেখানে।হুট করেই অমাবস্যা ঘিরে ধরলো প্রাসাদ টিকে। একে একে প্রজাদের মৃত্যু,বাধা-বিপত্তি গ্রাস করে করে দিলো দুর্বল। এবার রানী কি পারবে ওই অমাবস্যার চাঁদকে দূরে সরিয়ে প্রাসাদ টাকে পুণরায় জ্যোৎস্নার আলোয় আলোকিত করতে?
"আপুর সব গল্পই আমার কাছে অসম্ভব সুন্দর লাগে,বিশেষ করে রাজনীতির রংমহল গল্পটা, আমার প্রচুর ভালো লাগে, আমি ভেবে পাই না একটা মানুষ এতটা স্ট্রাগেল করে এত সুন্দর করে লিখে কিভাবে"
প্রথম খন্ড পড়ে শেষ করলাম অসাধারণ হয়েছে
Read all reviews on the Boitoi app
আপু তোমার পরশ স্পর্শী কে নিয়ে লেখা প্রতিটি গল্পই অসম্ভব ভালো লাগে। তেমনি এই ই-বুক টাও অসম্ভব ভালো লাগছে। তাড়াতাড়ি এই গল্পটার দ্বিতীয় খন্ড দাও।
Best of luck 🍀
আপুর প্রতিটি বই আমার কাছে অনেক ভালো লাগে।এভাবে চালাই যাও আপু।
অনেক ভালো লেগেছে। তবে পরের পর্ব কি এখানে আছে? যদি থাকে তবে কি না। আর না থাকলে কবে পাবো।
অসাধারণ একজন লেখিকা।আমার কিছু প্রিয় বইয়ের মধ্যে একটা। দ্বিতীয় খন্ডের অপেক্ষায় রইলাম।জলদি দিও সুন্দরী লেখিটা টুস।🥰
প্রথম দিকে হাসি খুশি ছিল,,, লাস্ট কি থেকে কি হলো😑🙂 অনেক ভালো হয়েছে আপু,,, দ্বিতীয় খন্ডের অপেক্ষায় আছি,, তারাতারি দেন🤦🏼♀️
বরাবরের মতোই মনোমুগ্ধকর। দ্বিতীয় খন্ডের অপেক্ষায় রইলাম
ইসসসস কী সুন্দর 💗 মুখে বলার মতো না ❤️🔥 পড়ে ফেলুন আশা করি নিরাশ হতে হবে না 💓
অনেক ভালো লাগলো গল্প আপু