ইসলামের দাওয়াত শুরুর এক দশক পরে নবী মুহাম্মদ (স.) খুব কঠিন সময় পার করেন। স্ত্রী খাদিজা (র.) এবং চাচা আবু তালিবের ইন্তেকালের পর আল্লাহর রাসূল (স.) মানসিকভাবে অত্যন্ত মুষড়ে পড়েন। তাঁরা দু'জনে তাঁর নবুয়তি তৎপরতার শক্তিশালী সমর্থক ছিলেন এবং সে দু'জনই অল্প সময়ের ব্যবধানে ইন্তেকাল করেন। নবী (স.)-ও উদ্বিগ্ন ছিলেন, কারণ মক্কার মুসলমানদের ওপর নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল।