সিপাহি যুদ্ধের ইতিহাস। লেখক আহমদ ছফা। ১৮৫৭ সালে সিপাহী যুদ্ধের ইতিহাস নিয়ে লিখিত বই। সিপাহীরা দিল্লিতে যুদ্ধ করেছে। আরও যুদ্ধ করেছে কানপুর, অযোধ্যা, বিহার, ঝাঁসি ও রহিলাখণ্ডে। অসীম সাহসিকতার সাথে ব্রিটিশ বাহিনীর সাথে সিপাহিরা শেষ পর্যন্ত যুদ্ধ করে গেছে। তাদের স্মরণে উর্দু কবি তায়েব লিখেছেন: উর্দু কবি তায়েবের সঙ্গে একমত হয়ে উচ্চারণ করতে ইচ্ছা করে: 'তারা রক্ত এবং ধূলায় গড়াগড়ি দেয়ার ঐতিহ্য সৃষ্টি করেছিলেন, আল্লাহর রহমত বর্ষিত হোক তাদের ওপর।' ইতিহাস পড়ে জানতে পারলাম, রক্তের বন্যার ভিতর দিয়ে সাঁতার কেটে আমরা বর্তমানে পৌঁছেছি। তা অবশ্যই প্রশংসা ও কৃতিত্বের দাবিদার। আমরা এগিয়ে যাব আরও হাজার বছর-এই প্রত্যাশায় সকলকে আহমদ ছফার সিপাই যুদ্ধের ইতিহাস পাঠের আমন্ত্রণ রইল।