ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার এক গ্রাম। গ্রামের নাম টুঙ্গিপাড়া। ১৯২০ সালের ১৭ মার্চ। মঙ্গলবার। শেখ লুৎফর রহমানের বাড়িতে খুশির জোয়ার। ভীষণ খুশি দুই বোন-ফাতেমা বেগম ও আছিয়া বেগম। তাদের একটা ভাই হয়েছে। মা সায়রা খাতুনও খুশি। পাড়াপড়শি আর আত্মীয়পরিজনেরা ছুটে এলেন। তবে ওই বাড়ির মানুষদের একটা মজা আছে। পাড়া-পড়শিরাই তাদের আত্মীয়স্বজন। পাশেই নানার বাড়ি। দাদাবাড়ি থেকে নানাবাড়ি মাত্র দুই হাত দূরে। এমন মজার নানাবাড়ি-দাদাবাড়ি কারো আছে? খবর পেয়ে ছুটে এলেন নানা। গ্রামের সবাইকে মিষ্টি খাওয়ালেন। কদিন পরে আকিকাও হয়ে গেল ছেলের। আকিকার সময় নানা নাম রাখলেন-মুজিবুর রহমান। আর বংশ যেহেতু শেখ, এবং শেখ নামের প্রথমেই বসে। সে কারণে তাঁর নাম হয়ে গেল শেখ মুজিবুর রহমান। নাম রেখে অবশ্য নানা তাঁর মাকে বলেছিলেন, ‘মা সায়রা, তোর ছেলের নাম এমন রাখলাম যে নাম জগৎজোড়া খ্যাত হবে।’