মহারাজপুর রাজ্য। এই রাজ্যে একটি মাত্র ধোঁপার দোকান রয়েছে। যেটি পরিচালনা করেন নরেন্দ্র ধোঁপা নামে বিশ্বস্ত এক ধোঁপা। রাজ দরবারের মন্ত্রী, পাইক, পেয়াদা, রক্ষি থেকে শুরু করে রাজ্যের ধনিক-বণিক, শ্রমিক, শিক্ষক সকলেই এখানে কাপড় ধোঁলাইয়ের কাজ করে থাকেন। নরেন্দ্র ধোঁপা প্রতিটি কাপড় ধোঁয়ার জন্য ছয় টাকা করে পেয়ে থাকেন। আর তার কাজের স্বচ্ছতা দেখে খুশি হয়ে সবাই তাকে অতিরিক্ত এক টাকা করে উপহার দিয়ে থাকেন। রাজ্যের মানুষজনের কাপড়-চোপড় ধুঁয়ে নরেন্দ্র ধোঁপার সংসার বেশ ভালোই চলে। খাওয়া-পড়ার তেমন অভাব নেই। তাকে অন্যের দারস্ত হতে হয় না কখনও। বরং তিনি উপহারের যে টাকা পায়, তা জমিয়ে রেখে মাস শেষে স্ত্রী'র জন্য শখের জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি যায়। এতে তার স্ত্রী বড্ড খুশি হয়।