কোনো চমক নেই, নাটকীয়তা নেই, কেবল একঘেয়ে সেই জীবনযাপন। জীবনটা তো এমনই! বড়সড় ধাক্কা খেলেও পরক্ষণে মনে হয়, এমনটাই তো হওয়ার ছিল। মানুষ টিকে থাকতে পারে কারণ তার নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতা রয়েছে। যাদের সেই ক্ষমতা নেই, তারা ঝরে যায়। ‘তোমার পাশে কে থাকবে’ কয়েকজন ঝরে না যাওয়া মানুষের গল্প। যারা আলাদা কিছুই করেনি কেবল নিজেকে বাঁচিয়ে রাখা ছাড়া। এটাই তাদের গল্প। বেঁচে থাকতে শিখে গেলে এক জীবনে আরও অনেক গল্প জমা হয়।