বিভোর আর আনিকার দূরন্ত প্রেমের গল্প।
"কততম বারের মতো পড়লাম গল্পটা, নিজেও জানি না!!( আমার কাছে বইটাও ও আছে) প্রতিবার পড়ি আর বিভোর এ ডুবে যাই একদম ......... এত্ত মিষ্টি গল্পটা!!! একদম শানজানা স্পেশাল মিষ্টিইইইই প্রেমের গল্প!!!"
বিভোর, আনিকা প্রিয় জুটির মধ্যে অন্যতম!
Read all reviews on the Boitoi app
2nd series chai
❤❤❤❤❤❤........
3 star দিলাম কারন, বিভোরের মাইশার ফ্লাটে যাওয়াটা পুরোই অযৌক্তিক লেগেছে। বুঝলাম ওর আনিকার সাথে মনোমালিন্য হয়েছে, দ্বিধায় আছে, বুঝলাম ওর অতীত আছে, থাকতেই পারে। কিন্তু ও এই অস্থিরতা কমাতে মাইশার ফ্লাটে কি করে যেতো পারে! ও তো জানেই মাইশা ওকে সিডিওস করার ট্রাই করছে, ফিরে আসতে চাইছে ওর জীবনে, তারপর ও কিভাবে!? অস্থিরতা কমানোর জন্য আর কোনো বন্ধু বান্ধব ছিলোনা? মাইশা বললো আর ওমনি চলে গেলো। শুধু তাইনা মাইশার কথা শুনে খোলামেলা দেখে পৌরুষত্ব জেগে উঠলো। ভুল করতে গিয়ে করলনা। এই ব্যাপারটা একটুও ভালো লাগেনি। বাদ বাকি গল্প খুব সুন্দরভাবেই এগিয়েছে শুধু বিভোরের মাইশার ফ্লাটে যাওয়ার পার্ট টা ছাড়া।
Sundar hoyeche tobe dui family er reaction jante parle bhalo lagto... jadi sambhab hoi toh er second season aanle bhalo lagbe...
খুব ভালো লেগেছে। কিন্তু শেষ তা আর কিচ্ছু আশা করেছিলাম।
তোমার লেখা সবসময়ই ভালো হয়, তাই ভালো লাগে...শুভকামনা নিরন্তর ❤️
শানজানা আপুর সব বই কিনে ছোট বোনকে গিফট করেছি। কিন্তু নিজে দেশের বাইরে থাকায় ই-বুক একমাত্র ভরসা। বিভোর-আনিকার গল্প অনলাইনে কতবার যে পড়া, তাও ই-বুক দেখে নিজেকে আটকে রাখা গেল না। এখন যখন তখন প্রেমে ভাসা যাবে, ডোবা যাবে... অনেক শুভকামনা আপু। এমন সব প্রেমের গল্প আরো লিখেন। অপেক্ষার থাকি আপনার নতুন গল্পের, আর সব পুরনো গুলোর...
কততম বারের মতো পড়লাম গল্পটা, নিজেও জানি না!!( আমার কাছে বইটাও ও আছে) প্রতিবার পড়ি আর বিভোর এ ডুবে যাই একদম ......... এত্ত মিষ্টি গল্পটা!!! একদম শানজানা স্পেশাল মিষ্টিইইইই প্রেমের গল্প!!!