যাপিত জীবনের ঘটনা প্রবাহ নিয়ে সৃজনশীল মানুষ গল্প তৈরি করে। তবে গল্পে প্রাণ প্রতিষ্ঠা করতে চাই আলাদা দক্ষতা। জনম জনম তব তরে কাঁদিব বইটিতে কথাসাহিত্যিক কাজী আজমিরী সেই দক্ষতার প্রমাণ রেখেছেন। এই বইটিতে একই মলাটে পাঠক পাবে পাঁচ মিশালি গল্পের আস্বাদন। যাপিত জীবনের ঘটনা প্রবাহ নিয়ে সৃজনশীল মানুষ গল্প তৈরি করে। তবে গল্পে প্রাণ প্রতিষ্ঠা করতে চাই আলাদা দক্ষতা। জনম জনম তব তরে কাঁদিব বইটিতে কথাসাহিত্যিক কাজী আজমিরী সেই দক্ষতার প্রমাণ রেখেছেন। এই বইটিতে একই মলাটে পাঠক পাবে পাঁচ মিশালি গল্পের আস্বাদন। ঝরঝরে নিটোল গদ্যে লেখা গল্পগুলি সব ধরনের পাঠকের মন ছুঁয়ে যাবে।