বাস চলছে আপন গতি'তে। আমি জানালার দিকে তাকিয়ে আছি স্থির দৃষ্টি'তে। কাধে ভারি জিনিসের অনুভব করতে'ই পাশে তাকিয়ে দেখি আমার বোন ঘুমের ঘোড়ে মাথা রেখেছে অামার কাধে।বাসের ঝাকুনি'তে মাথা পড়ে যেতেই আমি হাত দিয়ে সামলে নেই। আবার সাবধানে কাধে মাথা রাখি। আবার জানালার দিকে তাকিয়ে ভাবতে থাকি.., বড় বোন পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার।
আমারও কোনো বোন নেই আমি বুঝি বোনের মূল্য।
Read all reviews on the Boitoi app