একটি জাতির পরিচয়ের পূর্ণতা মিলে সেই জাতির ইতিহাসে। যে জাতির ইতিহাস যত স্বচ্ছ, সে জাতি পৃথিবীর বুকে তত বেশি মর্যাদাবান। কারণ ইতিহাস আগামীদিনের পরিকল্পনা তৈরিতে মুখ্য ভূমিকা রাখে। অতীতের ভুল জাতিকে ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করে দেয় আর সফলতা লক্ষ্য অর্জনে দৃঢ়পদ রাখে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে অসংখ্য স্থানে পূর্বের জাতিদের ইতিহাস টেনে এনেছেন, তাদের ভুল, অপরাধ, অবহেলা এবং সেগুলোর প্রভাব ও ফলাফল মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। অর্থাৎ সর্বযুগেই ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয়ের কোনো বিকল্প নেই। আমরা এখানে ইতিহাসের কিছু সত্য ঘটনা নিয়ে আলোচনার প্রয়াস পেয়েছি, যেগুলো ইসলামের ইতিহাসে পট পরিবর্তনের মাইলফলক। ইমাম হাসান ইসলামের ইতিহাসের এমন এক অধ্যায় যেখান থেকে ইসলামের নতুন নতুন ঘটনা ও দুর্ঘটনার যাত্রা হয়েছে। মূলত ইমাম হাসানের সংক্ষিপ্ত এই খেলাফতকাল ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ে বিগত দিনের রীতিনীতিকে উপেক্ষা করে একদল ক্ষমতালিপ্সু ব্যক্তি নিজেদের মুখোশ উন্মোচিত করে বেরিয়ে এসেছিল। এই দলের লোকেরা প্রাক-ইসলামি যুগ থেকে শুরু করে খোলাফায়ে রাশেদার যুগ পর্যন্ত রাসূল (সা.)-এর সুপ্রতিষ্ঠিত ইসলামি হুকুমতের লাগাম নিজেদের হাতে কুক্ষিগত করার আপ্রাণ প্রয়াস চালিয়েছিল।