দ্রুত গণিত বলে কিছু হয় না। এটি আসলে অঙ্কের দ্রুত সমাধান করার বিশেষ কিছু কৌশল মাত্র। বিভিন্নরকম অঙ্কের সমস্যাগুলো সূত্র প্রয়োগের দ্বারা সমাধানের কৌশল জানা থাকলে অতি দ্রুত অঙ্কগুলিকে করে ফেলা সম্ভব। সেক্ষেত্রে ভুল হবার সম্ভাবনাও কম থাকে। যে কোনো বিষয়ের অঙ্কগুলিকে বিশ্লেষণাত্মক পদ্ধতিতে সমাধান না করে সূত্র প্রয়োগের দ্বারা সমাধান করলে অনেক কম সময় ব্যয় হয়। তবে, কেবল সূত্রগুলি মুখস্থ করলেই অঙ্কগুলি সম্পূর্ণরূপে এবং সঠিকভাবে জেনে ফেলা সম্ভব হবে না। যেকোনো বিষয়ের অঙ্ক ভালোভাবে জানতে হলে অন্তর্নিহিত তত্ত্ব ও তার বিশ্লেষণ জানা জরুরি। তাছাড়া জানতে হবে প্রতিটি সূত্রের উৎস, নির্মাণ প্রয়োগ সম্পর্কে। অন্যথায় বোকা বনে যাওয়ার সম্ভাবনা থাকে। অঙ্ক একটু ঘুরিয়ে দিলেই ছাত্রছাত্রীরা ভুল সূত্রের প্রয়োগ করে ফেলে।