ইভানের ডানহাত নিজের দুহাতে আবদ্ধ রেখেছে। অনেক কথা জমে আছে তোমার সাথে।অনেকটা সমঋ চলে গেছে। কবে আসবে সেদিন? যেদিন তোমার সাথে আবার কথা হবে? কবে তোমার মুখে আমার নামটা শুনবো? কবে? হয়তো আসবে সেদিন নয়তো আসবে না! ফুপিয়ে ফুপিয়ে কেদেঁ উঠলো অধরা। নিজেকে সামলে নিয়ে বলল, " তবুও আজও অপেক্ষায় আছি সেদিনের।কিছু পূর্ণতাও অপূর্ণতার রূপ নেয়। অধরা-ইভানের ক্ষেত্রেও বোধ হয় তেমনটাই ছিল।