রক্ষণশীল পরিবারের মেয়ে আরশি। শহরে এসেছিল বড়ো স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্নের পাশে আরো একটি নাম যোগ হবে, সেটা কি জানত সে? বোধহয় না। আর জানত না বিধায়, এক অনাকাঙ্ক্ষিত প্রণয়ের বেড়াজালে আটকে যায় সে। আর প্রেমিক পুরুষ ভালোবেসে তার নাম দিল "অপরূপা"।
খুবই ভালো লেগেছে গল্প টা
Read all reviews on the Boitoi app
শেষের দিকে ভয় পেয়ে গেছিলাম এই বুঝি নির্জন আরশিকে হারিয়ে ফেলবে পরে দেখি না সব ঠিকঠাক,,, গল্পটা সত্যিই অনেক সুন্দর ছিল বলার মতো না,, লেখিকা আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা 💝💝💝
Shuru theke shesh purotai chomotker chilo ❣️ onk onk shuvokamona ar Valobasha ❣️
সুন্দর
কি বলব আপু এতো এতো সুন্দর হয়েছে গল্পটা কোথাও হাসি তো কোথাও কান্না যতই পড়ছিলাম মনে হচ্ছিল পড়েই যেতে অসম্ভব সুন্দর হয়েছে গল্প টা 🥰🥰🥰🥰
ভীষণ সুন্দর হয়েছে। লেখা আগের থেকে অনেক বেশি পরিপক্ক হয়েছে আর দারুন ভাবে সবকিছু ফুটিয়ে তোলায় অনেক জীবন্ত মনে হয়েছে চরিত্র গুলো। এভাবেই এগিয়ে যাও অনেক দোয়া আর ভালোবাসা আদর🥰
অসাধারণ হয়েছে গল্পটা। অসাধারণ লেখনী। নৌশি আপুর লেখা মানেই অসাধারণ। নির্জন আর আরশির জুটি খুব সুন্দর লেগেছে। দুষ্টু মিষ্টি ঝগড়া দিয়ে শুরু প্রেম কাহিনি হৃদয় ছুঁয়ে গেছে। সবচেয়ে মন কেড়েছে টিশা চরিত্রটি। গল্পটি আর এক দুই পর্ব বড়ো হয়ে ইমন এর শাস্তি দেখানো হলে আরো ভালো হতো। গল্পের শেষের টুইস্ট টা খুব খুব ভালো লেগেছে। লেখিকার জন্য ভালোবাসা ও আগামীর জন্য শুভ কামনা।
Ak Kothay bolbo oshadarun,, ai golpo pore tisha r jonno khub kosto lagse karon trisha r moto hazaro meye ashe somaz a tader o ai rokom poristite porte hoy,, tader o akta mon ashe tader o sukhe thakar iccha hoy kokhono kono meye chaile o nijer husband proti onno meye odhikar mene nite pare na. Kintu poristitir kache sobai baddo,,, ar nirjon ar arshir vlobasha ak kotha mon karar moto chilo,, ank vlo lagse,, ank sundur hoise,,, 🖤🖤🖤
খুব সুন্দর একটি গল্প। একদিকে যেমন আরশি আর নির্জন এর ভালোবাসা, আরেকদিকে একটা বাচ্চার জন্য একজন স্ত্রীর ভালোবাসার হেরে যাওয়া। আরশি নির্জন এর ভালোবাসা মন ছুঁয়ে গেছে। খুব সুন্দর লেখনী আপু। টিশার মতো এমন অনেক নারী রা আছে যারা সমাজ ব্যবস্থার কাছে হেরে যায়। খুব খারাপ লেগেছে টিশার জন্য। পরিশেষে এটাই বলবো এরকম আরো ভালো ভালো গল্প লিখে আমাদের উপহার দিন ❤️❤️
অসম্ভব সুন্দর হয়েছে গল্পটা। একটানা পড়ে শেষ করেছি। লেখার ধরন,শব্দচয়ন,একেকটা বর্ণনা মন ছুঁয়ে গেছে। আরশি নির্জনের ভালোবাসা নিয়ে কিছু বলার নাই। টিশা চরিত্রটি যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি। ওর জন্য অনেক কষ্ট পেয়েছি। সবমিলিয়ে অনেক অনেক ভালো লেগেছে গল্পটি🥰 লেখিকা আপুকে ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। অফুরন্ত ভালোবাসা আর দোয়া রইল আপুর জন্য❤️💝