উনি বাইক চালাচ্ছেন আমি পিছনে ওনার কাধে হাত রেখে বসেছি। গন্তব্য এখন কাজি অফিস। বিয়ে তো হবে একই দিনে আর একই মানুষের সাথে। শুধু ভিন্ন হবে এক জায়গায়! সেটা হলো পালিয়ে বিয়ে করা। রাস্তার প্রতিটা মানুষ কে পর্যবেক্ষণ করছি। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন প্রথমবার এমন দেখেছে। প্রথমবারই হওয়ার কথা। বিয়ে বাড়ি থেকে খুব সম্ভবত কনে পালায় কিংবা বর পালায়। এখানে তো দুজন একসঙ্গে পালাচ্ছে। ইতিহাস হয়ে থাকবে এমন ঘটনা।