ডেস্ক্রিপশনঃ আজ শুক্রবার, বারোই মাঘ। কনকনে ঠাণ্ডার দিন অথচ আবহাওয়া আভাস দিচ্ছে বৃষ্টিবাদলের। অনেকটা আমার মনের অবস্থা এই আবহাওয়ার। বাংলা দিন তারিখ মনে রাখার একটাই কারন, আজ আমার স্বামী টুটুলের বিয়ে। ভাবনাটা মনে আসতেই যেন লক্ষ কোটি সুচ আমার হৃৎপিণ্ড এফোড় ওফোড় করে দিচ্ছে। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম। জীবন থেকে খুব দামী কিছু হারিয়ে যাচ্ছে আমার, অথচ ক্ষমতা নেই মুখ নেই তা নিজের করে ধরে রাখার। নিজের ভুলের এমন মাশুল এভাবেই গুনতে হবে। এই বোধ আমার হৃদয় রক্তাত্ব করে দিচ্ছে। আমি কাঁদছি চিৎকার করে কাঁদছি। এই যে এতোদিন ধরে এতো মেঘ জমিয়েছি বুকের মাঝে, এই মেঘে বড্ড ভারী হয়ে গেছে বুক। এই ভার বইবার শক্তি বা সাহস আর অবশিষ্ট নেই আমার মাঝে। তাইতো মেঘগুলো আজ চোখের বৃষ্টিতে ভেসে যাচ্ছে। আমার অন্তরআত্মার আর্তনাদ যেন ছুয়ে গেলো আকাশের মেঘেদের। তারাও আমার সাথে একাত্ম হয়ে কিছুক্ষণ বাদে গগনবিদারী ডাক দিলো দু'বার তারপর ঝমঝমিয়ে বৃষ্টি নামালো। যেন সব দুঃখ, ক্লেশ ধুয়ে মুছে দিতে চাইছে এমনই সে বর্ষন। বৃষ্টির জল আর আমার চোখের জল একে অপরের সাথে মিশে একাকার। আমি কাঁদছি আর ভাবছি, যে আমরা মনের আকাশে এমন মেঘ জমতে দেই যে মেঘ বৃষ্টি নামায়? কেন সময় থাকতে মেঘগুলোকে রোদ্দুর হতে দেইনা? কেন আমাদের ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে যাওয়ার আগে বুকে জড়িয়ে নেই না?
আমার পড়া একটি আকর্ষণীয় বই।খুব সুন্দর।
Read all reviews on the Boitoi app
এই বইটি এর আগেও আমি ফেইসবুকে পড়েছি। তখনও ভালো লেগেছিল আমার যদিও পরিশিষ্ট দেয়া ছিলো না।অদ্ভুতভাবে আমার টুটুলের জন্য খারাপ লাগে প্রতিবার।এরকম একটা মেয়েকে সে ভালোবাসলো যে তাকে সততাও উপহার হিসেবে দিতে পারলোনা। অস্বচ্ছ একটা মেয়ের প্রতি সুগভীর তার অনুভূতি যা প্রতিটা পর্বে অনুভব করলাম।শেষটা আরেকটু দীর্ঘ হলে ভালো লাগতো। তবে বইটি বারবার পড়লেও বিরক্তি আসে না আর লেখিকার এই দিকটাই ভালো লাগে প্রতিটা গল্পে।মার্জিত ও গোছানো লেখার জন্য লেখিকাকে সাধুবাদ জানাই।
সুন্দর লেখনী 💝
লেখকের প্রথম পড়া বই এটা।এক কথায় খুব ভালো লাগলো।
আপনার লেখা প্রত্যেকটা গল্পই আমার খুবই খুবই পছন্দের💙 গল্পটা সত্যিই খুবই অসাধারন,ভালোবাসা রইলো আপু আপনার জন্য💙💙💙 অপেক্ষায় রইলাম দর্পহরনের জন্য…..
একদিনেই শেষ করলাম ২৫৭ পৃষ্ঠার বইটি। অসম্ভব ভাল হয়েছে, লিখার ধরণ এবং কাহিনী দুটোই খুব ভাল লেগেছে।
অসাধারণ অসাধারণ অসাধারণ!!! 💖
মন খারাপ ও হলো আবার শেষে এসে আনন্দের অশ্রু ও এলো। তবে আহনাফের শেষ টা অজানা ই রয়ে গেল।
অসাধারণ।
অসাধারণ