মা মারা যাওয়ার পর রুপা সৎ মাকে মেনে নিতে পারে না। একটা সময় সে খুব পরিচিত একটা ঘ্রাণ পেতে থাকে সেই সাথে এক ছায়ামূর্তিকে দেখতে পায়। রুপা কারো অকল্যাণ কামনা করলে সেটাও সত্যি হয়ে যায়। ভূত বলে কিছু আছে তা বিশ্বাস করতে নারাজ নিখিলবাবু। কিন্তু তার সাথেই এমন কিছু ঘটে যা তার বিশ্বাসকেও নড়বড়ে করে দেয়। প্রায়ই ছোটো বাচ্চার কান্না শোনে, আর দেখতে পায় নিশি। দিনদিন খুব অসুস্থ হয়ে পড়ছে সে। কিন্তু তার রোগের পেছনে যে কারণটাকে সবাই ভেবে নেয় সেটা আসলে ভুল। শায়ানা আর অয়ন এর গল্পটা ভয়ংকর তবুও পাঠককে কাঁদতে বাধ্য করবে। এই চারটি ভৌতিক ও রহস্য গল্প নিয়েই ‘নেই তবুও যা আছে।’
লেখকের থ্রিলার+ভৌতিক গল্পের রীতিমতো ভক্ত আমি। এই গল্পসংকলনটিও বরাবরের মতো বেশ ভালো লেগেছে। কয়েকটি গল্প আগের পড়া হলেও এখন একটানা আবার পড়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে পছন্দের গল্প 'আমি পাই না ছুঁতে তোমায়।'
Read all reviews on the Boitoi app
খুব ভালো লেগেছে । লেখকের ভৌতিক গল্পের ভক্ত অনেক আগে থেকেই। শুভকামনা তাঁর জন্য।