সন্ধ্যার সময়। পৃথিবীর বাতাবরণে সূর্যের আলোর স্বল্পতা দেখা দিচ্ছে। আনযাবীন নিজেকে এটা বলে স্বান্ত্বনা দেয় যে আশেপাশে অনেক মানুষ আছে। স্টুডেন্টের বাসায় যেতে একটা গলির সম্মুখীন হতে হয়। ছোট্ট একটা চায়ের দোকান আছে সেখানে। আনযাবীন বেখেয়ালিভাবে সেদিকে তাকাতেই থমকে গেলো। আহা, দুঃস্বপ্ন। এক সুদর্শন দুঃস্বপ্ন দাঁড়িয়ে আছে সামনে। লম্বায় ছয় ফুট এই মানুষটাকে কীভাবে এড়িয়ে যাবে সে। শৈল্পিক রূপে সিগারেট ফুঁকছে। ঘাড় একপাশে করে আনযাবীনের পানে ধূসর চোখ দ্বারা দৃষ্টি ফেললো। মুহূর্তে জমে গেলো মেয়েটি। অবশেষে কিয়ান আর সে মুখোমুখি হলো। আনযাবীন এখন কী করবে? দৌড়ে চলে যাবে নাকি মুখোমুখি হবে? এতোদিন পালিয়ে বাঁচলেও আজ তারা মুখোমুখি। তাকে অবাক করে দিয়ে কিয়ান চোখ ফিরিয়ে নিলো। দোকানদারের কাছে এক কাপ চা চাইলো। যেন সম্পূর্ণ অগ্রাহ্য করে ফেললো তাকে। আনযাবীন সাহস সঞ্চয় করে এক পা, দুই পা করে এগুচ্ছে। এই বুঝি কিয়ান কপালে বন্দুক ঠেকিয়ে বলবে, "চলো ক্লিওপেট্রা। তোমার প্রজারা অপেক্ষা করছে। তোমাকে দুনিয়ার রাক্ষসদের খুবলে খেতে হবে। এই মাফিয়ার ভালোবাসা তুমি। এতো সহজে নিস্তার নেই যে।"
"মাই লাভ ক্যাসানোভা চমৎকার প্লটের একটা ইবুক। কিয়ান-আনযাবীনের কেমেস্ট্রি টা জোশ ছিল। কিয়ান গ্যাংস্টার এবং স্বামী হিসেবে দুই জায়গাই পারফেক্ট। গল্পের প্রতিটি চরিএ ই দারুন ভূমিকা পালন করেছে। অনেক দিন এই ইবুকের রেশ থেকে যাবে মনে। আশা করছি সামনে আরো সুন্দর সুন্দর ইবুক পাবো লেখিকার থেকে। শুভকামনা রইল🌻"
খুবই ভালো লেগেছে। অনেক দিন পরে পড়লাম। তবে মনে হচ্ছে পড়াটা সার্থক।
Read all reviews on the Boitoi app
অপূর্ব
ক্যাসানোফা না পড়া থাকলেও কি মাই লাভ ক্যাসানোফা পড়া যাবে???
কিছু মন্তব্য করার ভাষা খুঁজে পাচ্ছি না।এক কথায় অসাধারণ ❤️
দ্বিতীয়বারের মতো আপনার ই-বুক কিনলাম আশা করছি নিরাশা হবো না।
এলন নয় ইলন মাস্ক হতো। কিছু কিছু জায়গাই বানান ভুল ছিল। হয়তো লিখতে গিয়ে সম্পূর্ণ হয়নি বানান।😁 হ্যাঁ ক্যাসানোভা বিশ্ব প্রেমিক ছিল কিন্তু এটার বাজে অর্থ আছে। এমন মানুসিকতা সম্ভবত একটা রোগ থেকেই। যে সুন্দরী যেকাউকে দেখে তার প্রেমেই পড়ে যায়। তাদের বেডে নিয়ে যেতে চায়। তারপর অন্যকাউকে পটায়। এমন লোক ছিল ক্যাসানোভা। ১৩২ এর অধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। এজন্যই এই নামটাই ইতিহাস হয়ে গেছে। যাইহোক কিয়ানকে মোটেও এই ধরনের পুরুষ মনে হয়নি। এমন দেখালে ভালোও লাগত না। 🙆♀️
কিয়ান এবং আনযাবিন এর জুটিটা অনেক সুন্দর তাদের কেমিস্ট টা অনেক জোশ। মাই লাভ ক্যাসোনোভা গল্পের প্লট টা অনেক সুন্দর এর রেশ আশা করি ই-বুকে অনেক দিন থেকে যাবে।
মাই লাভ ক্যাসানোভা চমৎকার প্লটের একটা ইবুক। কিয়ান-আনযাবীনের কেমেস্ট্রি টা জোশ ছিল। কিয়ান গ্যাংস্টার এবং স্বামী হিসেবে দুই জায়গাই পারফেক্ট। গল্পের প্রতিটি চরিএ ই দারুন ভূমিকা পালন করেছে। অনেক দিন এই ইবুকের রেশ থেকে যাবে মনে। আশা করছি সামনে আরো সুন্দর সুন্দর ইবুক পাবো লেখিকার থেকে। শুভকামনা রইল🌻
বরাবরের মতই অসাধারণ লেখা। কিয়ান চরিত্রটা আমার বিশেষ পছন্দের। তাছাড়া এমন ইউনিক প্লট, আমি কখনো পড়ি নি। আনযাবীন আর কিয়ান আমার মস্তিষ্কে অনেক দিন থেকে যাবে। লেখকের জন্য শুভ কামনা। 🥀
যদিও গল্পটা সুন্দর, তবুও তেমন আহামরি না, অযথাই waste of money মনে হল।😑