এই বইয়ের প্রতিটি গল্পে ফুটে উঠা প্রতিটি দৃশ্য মানুষের জীবনের কথা বলে। সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা এই গল্পে উন্মোচিত হয়েছে। প্রতিটি ঘটনাতে যেমন রহস্য খেলা করছে তেমনি অনেক শিক্ষনীয় বিষয়ও রয়েছে। আমাদের সমাজে নানাপ্রকারের মানুষ বাস করে। তাদের বিচার করা কিংবা তাদের চরিত্র, হাবভাব বুঝাও মুশকিল। সভ্য, অসভ্য সব সমাজেই বিদ্যমান থাকে কিছু মানুষ নামের পশু যারা রোগে আক্রান্ত হয়ে কিংবা স্বভাবগত দোষে কাম আসক্তির ফলে এমন কিছু অবৈধ এবং অপরাধমূলক কাজ করে থাকে যা অবশ্যই নিন্দনীয়। বইটির প্রতিটা রহস্য এতটা কৌতুহলী করে রেখেছিল যে আমিও রহস্যের জাল ছিঁড়তে আগ্রহী হচ্ছিলাম। কে করেছে, কীভাবে করেছে, কেন করেছে এত এত প্রশ্ন মাথায় কিলবিল করছিল এবং উত্তর জানতে পেঁচার মতো সজাগ ছিলাম। প্রতিটা পাতায় রহস্যের প্যাঁচ গাছের শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল। অফিসারদের সাথে তদন্ত করতে আমিও ব্যস্ত ছিলাম। একটা গল্পের ভিতর হাজারো গল্প সেঁটে দিয়ে সবগুলোকে আবার এক জায়গায় এনে সমাধান দেওয়া এটা সত্যিই প্রশংসনীয়। এটা খুব কম লেখকই পারেন। প্রথম থেকেই যেভাবে রহস্যের গন্ধ দিয়ে শুরু হয়েছে এবং একের পর এক যেভাবে রহস্যলীলার তাণ্ডব চালিয়েছেন লেখক সেই তাণ্ডবে পাঠকরা আগ্রহ নিয়ে বইটি পড়বে বৈকি। টুইস্ট দিয়ে যেভাবে সামনে এগিয়েছে গল্পটি তাতে পাঠকের আগ্রহ বিন্দুমাত্র হারাবার কথা না। রহস্যের গন্ধ প্রতিটি পৃষ্ঠায় ছিল বলেই আগ্রহী থেকেছি শুধু পরে কী হবে তা নিয়ে। বইটি পড়ার সময় অনেক উৎসাহ কাজ করেছে, কেননা বইটির রহস্যই এতোটা ছিল! লেখক এতো সূক্ষ্মভাবে রহস্য ঘিরে দিয়েছেন এই উপন্যাসে তাতে আগ্রহ হারাবে তো দূরের কথা আরো এক বসায় বইটি শেষ করে ফেলতে ইচ্ছে হবে।