পত্রের শুরুতেই মিথ্যাবাদী বললাম বলে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আমি জানি আপনি কোনো ওয়ার্ড বয় নয়। ওয়ার্ড বয়রা কখনও নিজের কাজ ফেলে রোগীর সাথে এভাবে গল্প করার সুযোগ পায়না। তবে আমি সবটা বুঝেও চুপ ছিলাম। আসলে চোখ দুটোতে শুভ্র রঙা ব্যান্ডেজ জড়িয়ে তীব্র অন্ধকারে আবদ্ধ হয়ে এই হাসপাতালের চার দেয়ালের মধ্যে আমি নিজেকে বড্ড একা অনুভব করতাম। তবে খুব অল্প সময়েই আমার সেই একাকিত্বের সঙ্গী হয়ে উঠেছিলেন আপনি। খুব অল্প সময়ের জন্য হোক আপনি আমার নিকট ছুটে আসতেন। আর আমিও সারাদিন আপনার অপেক্ষায় প্রহর গুনতাম। তবে হুট করেই আপনি এখানে আসা বন্ধ করে দিলেন। আমি জানি না কেন আপনি আর আসলেন না কিন্তু আমি এই কয়টা দিন চাতকের ন্যায় চেয়ে থাকেছি আপনার আগমনের আশায়। জানেন আমি হৃদয়ের আপনার জন্য কতটা অস্থিরতা নিয়ে দিনের পর দিন অপেক্ষা করেছি? আমার তো এদেশে কেউ নেই তাই ভীষণ ইচ্ছে ছিল চোখ খুলে আমার স্বচ্ছ দৃষ্টি দিয়ে আপনাকেই প্রথম দেখবো কিন্তু সে ইচ্ছে আর পূরণ হলো না। আমার না আপনাকে একটা বার দেখার ভীষণ ইচ্ছে। আশা রাখছি হঠাৎ কোনো এক দিন, কোনো এক বেলায় আমাদের আবার দেখা হবে। জানেন তো আমাদের বাংলা ভাষায় একটা গান রয়েছে, “আমি জানি কোনো একদিন, কোনো এক নতুন ভোরে। দেখা হবে আমাদের আবার, এক স্বপ্নের শহরে।” আমাদেরও আবার দেখা হবে। আমি একটাবার আপনাকে দেখার তীব্র বাসনা নিয়ে পৃথিবীর কোনো এক কোনে অপেক্ষায় করবো।
আমি আপুর অনেক আগের একজন পাঠিকা তবে তার কোনো ই-বুক পরি নি এখনো ,,তবে তার সব গল্পের মতো এই গল্পটা ও অনেক বেশি সুন্দর হয়েছে ,,,এইটা পরে অনেক ভালো লাগলো 🥰🌸
Read all reviews on the Boitoi app
খুবই সুন্দর এবং মিষ্টি একটা প্রেমের গল্প পড়লাম। সত্যি, আপনি অসাধারণ লেখেন। আশা করি, ভবিষ্যতে এমন অসাধারণ আরও অনেক গল্প আমাদের উপহার দিবেন। পরিশেষে বলব,খুব খুব খুব ভালো লেগেছে গল্পটা।।।💜🌸🌸
খুব খুব ভালো লেগেছে। মন বিবাগী পড়ে এই লেখকের আরো লেখা খুঝে নিয়েছি।
স্বাধীনতার খুশিতে কিনে ফেললাম আপু তোমার ই-বুক🥰
এখনো পড়িনি তবে সুন্দর হবে আমি নিশ্চিত
অনেক সুন্দর গল্প, বই কিনে কোন ভুল করিনী
তোমার লেখা গল্প সবসময় অসাধারণ ছিল তাই নতুন করে আর কিছু বলার নেই । পয়সা উসুল গল্পটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা এখনো এই গল্পটি পড়ো নাই। তাদের উদ্দেশ্যে বলবো তোমরা গল্পটি পড়তে পারো। আমি তো ফাইজের উপর ক্রাশ খাইছি। তোমরাও পড়ে দেখতে পারো। এক কথায় অসাধারণ একটি গল্প। যেমন রোমান্টিক তেমনই মন ভালো হওয়ার মতো। পয়সা উসুল একটি গল্প। আর লেখিকা কে বলবো ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য।
Ami download korte parchina keno ?
Cute love story 💓💓