লম্বা একটা শ্বাস নিয়ে ছাদ থেকে লাফ দেয় ইরাম।ঠিক মাটি স্পর্শ করে সেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করার আগে মুহুর্তে ইরাম অনুভব করে হাওয়ায় ভাসছে সে।ইরাম চোখ খুলে।আসলেই তো!সে হাওয়ায় ভাসছে।ইরাম নড়াচড়া করে নিচে নামতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কোনো অদৃশ্য শক্তির কাছে।হাওয়ায় ভাসতে ভাসতে ইরাম আবার ছাদের ওপরে চলে যায়।সে অনুভব করতে পারছে কেউ একজন তাকে নিয়ন্ত্রণ করছে।অদৃশ্য সেই শক্তি ইরামকে ছাদের মেঝেতে নামিয়ে দেয়।ইরাম ঘাবড়ে যায়।নিজের গালে কয়েকবার চড় মারে ইরাম।পাগল হয়ে গেলো না তো সে?হতেও পারে।বিচ্ছেদ,প্রতারণার যন্ত্রণা হয়তো তাকে পাগলই করে দিয়েছে।এই বিশ্রী জীবন সে রাখবে না।ইরাম আবার ছাদ থেকে লাফ দেওয়ার জন্য দৌড় দেয়।ঠিক তখনই এক অদৃশ্য দেয়ালের বাঁধা অনুভব করে সে। "পাগল হয়ে গিয়েছো?" এরপর থেকেই ইরামের সাথে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা।স্রষ্টা তো কোনো কিছু অকারণে করেন না।নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এসব অলৌকিক ঘটনাগুলোর পিছনে।তাহলে কি সেই কারণ গুলো বা আদোও এর পরিণতি হবে কি?
(আশিকে জিননাত) প্রিয় লেখিকা লুৎফুন্নাহার আজমিন (কন্ঠ) এক চমৎকার জিন-রিলেটেড গল্প, যা রহস্য ও ভয়ের সঙ্গে মানবিক আবেগের মিশেল তৈরি করেছে। পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রাখার মতো একটি অনবদ্য সৃষ্টি।
Read all reviews on the Boitoi app
Azmin“Your work really inspires me. ”It's great to know that your art is reaching an audience who cherishes it. “I've studied your work a lot, and I'm trying to get better at writing myself!” “Your writing always makes me want to become a writer, too.” “This story means a lot to me.”many many best of luck for you ☺️
দারুণ লিখেছেন ❤️
অসম্ভব সুন্দর একটি গল্প। জিনের গল্প নিয়ে নিজেকে এডিক্টেড মনে করি। এইটার অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরে। আশা করা যায় ইলহাম আর ইরাম কে নিয়ে দ্বিতীয় অধ্যায় আসবে। কারন এরপরের কাহিনী জানার আগ্রহ আছে আমার অনেক।❤️ শুভকামনা আজমিন।