ফাউজিয়ার সারা শরীর কেমন পাথরের মতন শক্ত হয়ে আসতে শুরু করেছে। এই শরীরটাকে নিয়ে সে বোধহয় খুব বেশিদূর এগিয়ে যেতে পারবে না। এটা কি দেখতে পাচ্ছে সে? এটা কি সত্যি নাকি কেবলই একটা দুঃস্বপ্ন? এখনো পর্যন্ত সে জানে না। আশিকের রক্তমাখা শরীর ফাউজিয়ার বাসার ঠিক সামনেই পড়ে আছে। বৃষ্টির পানির সঙ্গে তার শরীর থেকে রক্ত চুয়ে চুয়ে মিইয়ে আসছে। স্পষ্ট দেখা যাচ্ছে ওটা আশিক। কিন্তু আশিকের সঙ্গে না রাতে কথা হলো তার! কথা বলে না সে নিজেই আশিকে ঘুম পাড়িয়ে তারপর নিজে ঘুমালো? ফাউজিয়ার মাথা কাজ করছে না। কিছুই বুঝতে পারছে না।