ব্যাপারটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল্তআমি সালাম দেব কী, উল্টো ফুপাজানই সালাম দিলেন আমাকে। অথচ ফুপাজানের বাসায় কখনো এলে আমাকে সালাম দেওয়া তো দূরের কথা, ভালো করে কথাই বলতেন না আমার সঙ্গে। একটা প্রচ্ছন্ন অবজ্ঞা দেখাতেন, অবহেলাও্তযা ছিল অপমানকর, বিরক্তিকর। ভালো করে তাকালাম ফুপাজানের দিকে। মাত্র কয়েকদিনের নামাজে মস্ত বড় একটা দাগ সৃষ্টি হয়েছে কপালে। মাথায় টুপি পরেছেন তিনি, মুখে উদীয়মান দাড়ি, পরকাল কিংবা অন্য কোনো কারণে ভীতসন্ত্রস্ত চেহারা, সাদা পায়জামা-পাঞ্জাবি পরনে, হাতে একটা লম্বা সৌন্দর্যমণ্ডিত তসবিহ। গা দিয়ে ভুরভুর করে আতরের গন্ধ বের হচ্ছে তার, অবিকল জর্দার গন্ধের মতো।
ভাল লেগেছে।
Read all reviews on the Boitoi app
আমার পড়া সব থেকে ভালো বই 💕