স্বপ্ন সেটাই যেটা মানুষ ঘুমিয়ে দেখে, আপাত দৃষ্টিতে আমরা এটাই জানি। তবে যে স্বপ্ন ঘুমিয়ে দেখা হয় তা মানুষকে তেমন ভাবায় না। অন্যদিকে মানুষ জেগে থেকেও নানারকম স্বপ্ন দেখে। প্রকৃতপক্ষে স্বপ্ন সেটাই যেটা পূরণের আশা মানুষকে ঘুমাতে দেয় না। যেকোনো স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমের সাথে সাথে টাকা আর ভাগ্য খুবই প্রয়োজন। 'স্বপ্ন পাখি ডানা মেলে' স্বপ্নবিলাসী একটি গল্প। গল্পের প্রিয় চরিত্রের মানুষটি ভীষণ স্বপ্নবিলাসী । সে স্বপ্ন বুনতে যেমন ভালোবাসে তেমনি সেসব স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে। এই পরিশ্রম তার জীবনে সফলতা আনে না কি তা কেবল স্বপ্ন হয়েই পড়ে থাকে তা জানতে হলে পড়তে পারেন 'স্বপ্ন পাখি ডানা মেলে' গল্পটি। প্রচ্ছদের অনুরুপ ইমেজ: বিমানের ছাদে দাঁড়িয়ে আছে একজন মেয়ে । যে নিজের হাতদুটো পাখির মতো ডানা মেলে আকাশপানে তাকিয়ে আছে। অথবা, একটা মেয়ে পাখির মতো ডানা মেলে আকাশে উড়ছে।
চমৎকার গল্প, ভালো লেগেছে 👌
Read all reviews on the Boitoi app
ভালো লাগলো।
বেশ ভালো লাগল গল্পটি। সবাই পড়ে দেখতে পারেন। শুভকামনা রইল লেখিকার জন্য। ❤️