"আমাদের আবারো দেখা হয়ে গেল। এটা কি ভাগ্য?” " ইয়েস। ব্যাড লাক।" অন্যদিকে তাকিয়ে বলল পালক। " ছাড়ো আমাকে। আমার নাচ করতে ভালো লাগছেনা।" হাত ছাড়িয়ে চলে আসতে নিলে রাদ তাকে আটকে দিল। " ভয় পেয় না, ওই ছেলের থেকেও ভালো নাচ করতে পারি আমি।" কোন উওর দিল না পালক।ঘুরে ঘুরে নাচতে নাচতে রাদ বলল, " তুমি কি এখনো আমার উপর রেগে আছো মিস গ্রীন টি? সরি। আমি সত্যিই তোমাকে হার্ট করে তখন ওটা বলিনি৷ আমি তো শুধু মজাই করেছিলাম। সরি মিস গ্রীন টি।" " আমার নাম গ্রীন টি নয়, পালক।" পালকে একবার ঘুরিয়ে রাদ হাসিমুখে বলল, " আমি তো গ্রীন টি বলেই ডাকব।" তাদের কথার মাঝেই গান শেষ হয়ে গেল। রাদের হাতের বাঁধন হালকা হয়ে আসতেই পালক নিজে ছাড়িয়ে কয়েক কদম পিছিয়ে গেল। গাউনটা তুলে রাদের দিকে সরাসরি তাকিয়ে বলল, " তাহলে ডাকার দরকার নেই।" বলে জুতায় গটগট শব্দ করে চলে গেল সে। তার যাওয়ার দিকে তাকিয়ে রাদ নিজেকে বলল, " পছন্দ যেমন তেঁতো, কথায়ও সেই তেঁতো ভাব বিরাজমান।" রাদ এবং পালকের গল্প তুষারে আবৃত ক্যালগারি শহরে কেমন ছিল? এই শীত তাদের জীবনে রিক্ততা নিয়ে এসেছিল নাকি অসহ্য গরমের পরে স্বস্তি পাওয়ার অনুভূতি নিয়ে এসেছিল?