নিস্তব্ধ পৃথিবীর কোনো এক সাধারণ রাতই পরিণত হয়েছিলো বিস্মৃতির এক রাত, রচিত হয়েছিলো বিস্মৃতির গল্প, যেখানে কেউ কাউকে শিকার করেনি, যদিও অমানুষে ভরপুর পৃথিবীতে অজানা থাকে বহু মানুষের কনফেশন, জানা হয় না আমাদের, চলে আসে মৃত্যুর ডাক। এরপর? এরপর সভ্যতার শেষ যেখানে, সেখান থেকেই নির্মাণ শুরু হয় নতুন সভ্যতার। শুরু হয় নতুন গল্প, আলো কিংবা আঁধারের- আলো আঁধারের গল্প।