"আপনার নাম কী?" আরশাদ তার অপরিপক্ক বাংলায় বলে, "আরশাদ ইহসান।আপনার?" "তাবাসসুম আরা খুশবু। "টাবাচচুম...." "কিহ!টাবাচচুম নয় তাবাসসুম।" "টাহ বাচ চুম আরা খুচুবু!" "এই আপনি তো আমার নামটার ডায়রিয়া বানিয়ে দিচ্ছেন।সহজটাই বলুন খুশবু।" "ওকে ফাইন।খুচবু।" "প্লিজ আমার নামটা আপনি উচ্চারণ করবেন না।এভাবে আমার নামের অপমান আমি সহ্য করতে পারবো না।" আরশাদ বিগলিত হাসলো।তার বাংলা বলাটা আর প্রেকটিস করতে হবে।আরশাদ গলা ঝেরে পুনরায় চেষ্টা করে বলে, "খুচবু।" "দূর বাল।" "বাল?" খুশবু অবাক হলো এই বিদেশি লোকটা তার নাম উচ্চারণ করতে পারছে না অথচ বাল শব্দটা এত সহজে উচ্চারণ করলো!খুশবু তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলে, "আপনি কোন দেশি?"
আমার সবচেয়ে প্রিয় একটা ক্যারেক্টার "আরশাদ ইহসান" 🖤। FB তে "ফ্লুজি" গল্প টা পড়েই এই ক্যারেক্টার টার প্রতি আমার একটা Obsession তৈরি হয়েছিল🦋। সেই থেকে আমি শুধু ভাবতাম আবার যদি "আরশাদ ইহসান" কে পড়তে পারতাম ফিল করতে পারতাম❤️🩹। তারপর একদিম ই-বুকে দেখতে পেলাম "মাই ফ্লুজি" বইটা❤️। ভালো করে খেয়াল করে দেখলাম লেখিকাও সেম আমিতো পুরো অবাক সাথে কি পরিমাণ যে খুশি হইছি বলে বুঝাতে পারবো না❤️🔥। তারপর কিনে নিলাম আমার Obsession "আরশাদ ইহসান" কে🌸। আবারও একবার আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টারকে পড়তে পারলাম ফিল করতে পারলাম❤️🩹🦋। অনুপ্রভা মেহেরিন আপু আমার সবচেয়ে পছন্দের লেখিকাদের মধ্যে একজন🥰। যার লেখা প্রতিটি ক্যারেক্টার আমার এক একটা ভালোবাসা💝। যাদের মধ্যে "আরশাদ ইহসান" সবার উপরে😍। অনেক অনেক ধন্যবাদ আপু আবারও "আরশাদ ইহসান" কে নিয়ে আসার জন্য😘। এই ই-বুকটা খুবই সুন্দর আর মনোমুগ্ধকর💖💌।
Read all reviews on the Boitoi app
মাই ফ্লুজি! গল্পটা যেন আমার স্বপ্নের অনেকটা প্রতিচ্ছবি। ইতালি নিয়ে আমার যে ফ্যান্টাসি,তাই যেন সুন্দর করে এই গল্পে তুলে ধরা হয়েছে। যতবার পড়ি ততই ভালো লাগে।জাস্ট অসাধারণ! ভালোবাসা নিও আপু।❤️🫂
Best book i ever read. 🥰🥰. And writing skills are also so good. Best of luck for writer. 🥰
Ato sundor hoice golpota j Ami likhe prokash Korte parbo na 🥺 ato sundor kivabe likhte paro apu🙂 Joto pori totoi mugdho hoi...🥰akhon r tomar lekha golpo chara onno Kono lekhok er golpo otota valo lage na 😐 tomak 100 er moddhe 1000 dileo kom Hobe mark ‼️ onk onk sundor vabe likhte paro tumi😘 Dowa kori 🤲 tumi aro samne agiye jaw r amader arokom arooo onk sundor sundor golpo upohar dew🥰
কি বলবো আপু তোমার লেখা প্রথম ই-বুক যে সুন্দর হবে ভাবতেই পারি নাই আমার পড়া ই-বুকের মধ্যে সবচেয়ে বেস্ট বই 'মাই ফ্লুজি" তোমার ফ্লুজি গল্পটা যেমন বেস্ট ছিল এটাও সেইম 🥰🥰🥰 শুরু থেকে শেষ পর্যন্ত আরশাদ আর খুশবুর দেখা পরিচয় হওয়া বিয়ে ওদের প্রণয় সব কিছু পুরো গল্পটাই অসাধারণ হয়েছে আপু অসম্ভব একটা সুন্দর গল্প পড়লাম এত সুন্দর হয়েছে যে বলে শেষ করা যাবে না 🌼🌼🌼🌼🌼
আমার পড়া সেরা ইবুকদের মাঝে একটা। গল্পটা এত সুন্দর যে আমি কল্পনায় চলে যাচ্ছিলাম, পরের পাতা পড়ার আগেই কয়েকটা দৃশ্যপট মাথায় আসছিল। ভ্রমন করতে গিয়ে প্রেম। তাও আবার এত সুন্দর 🥰। আরশাদের ভাঙা বাংলা কথা শুনতে ইচ্ছে করছে খালি 😄। তাদের জুটি টাও সুন্দর ছিল। আপনার আর এমন বই এর অপেক্ষায় থাকব
দারুন লেগেছে ফেইসবুক গল্প তাও আর এটাও।
Finally, বইটা পড়ে ফেললাম। "ফ্লুজি" গল্পের মাধ্যমে লেখিকা আপুকে চিনেছি। "ফ্লুজি" গল্পটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর "মাই ফ্লুজি" গল্পটাও খুবই অসাধারণ। আরশাদ আর তাবাচচুম আরা খুচবু🤣🤣 চরিত্র দুটো আমার খুবই ভালো লেগেছে। লেখিকা আপুর জন্য অনেক অনেক শুভকামনা।। 💝
খুব খুব সুন্দর ছিল,,,,, নায়কের কথা যত বলব এতো কম,,,৷ সব কিছু মিলে অনেক ভালো ছিল 😍😍😍😍😍
গল্প টা অনেক সুন্দর আপু। গল্প টা পড়ে ইতালি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আর আরশাদ এর কথা কি আর বলব । আমার ক্রাশ 🤭☺️ আপনার সব গল্প আমার অনেক ভালো লেগেছে 🥰 মাই ফ্লুজি গল্প টা আমার প্রিয় একটা গল্প ❤️