প্রচ্ছন্ন শব্দের অর্থ অস্পষ্ট, গুপ্ত, লুকায়িত। রহস্য, রোমাঞ্চ, রোমান্স, ভৌতিক, সামাজিক, ট্রাজেডির মিশেলে ভিন্ন জনরার গল্প নিয়ে সাজানো এ গল্পগ্রন্থের প্রতিটা গল্পের শেষে একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা, একটা কৌতুহল তৈরী হবে পাঠক মনে। 'প্রচ্ছন্ন' লেখকের প্রথম গল্পগ্রন্থ।