আহনাফ দু'কদম এগিয়ে গিয়ে অর্ষার হাত ধরতে গেলে অর্ষা দূরে সরে গেল। মুচকি হাসল আহনাফ। সে ফের এগিয়ে গিয়ে এবার জোরপূর্বক হাত চেপে ধরে অর্ষাকে জড়িয়ে ধরল। অর্ষা ছটফট করছিল নিজেকে ছাড়ানোর জন্য। আহনাফ আলিঙ্গন আরেকটু শক্ত করে বলল, "এমন চড়ুইপাখির মতো ছটফট না করে একটু শান্ত হয়ে বুকে থাকো তো।" অর্ষা ঝাঁঝালো কণ্ঠে বলল, "পারব না।" আহনাফ তখন সুর দিয়ে গান গাওয়া শুরু করে, "পারব না আমি ছাড়তে তোকে কোনোমতে আর হারতে তোকে, ছেড়ে যেতে আর আমি পারব না।" অর্ষা ভ্রু কুঁচকে আহনাফের মুখের দিকে তাকিয়ে আছে। আহনাফ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল অর্ষাকে। মুখাবয়ব সিরিয়াস করে বলল, "তুমি কি কিছু নিয়ে চিন্তিত বউজান?" অর্ষা গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, "তেমন কিছু না। মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে।" "শোনো বউজান, সময় কিংবা জীবন কোনো কিছুই নিয়ে আর দুশ্চিন্তা করা যাবে না। কারণ তোমার স্বামী আহনাফ তোমার পাশে আছে। তোমাকে প্রজাপতির মতো বাঁচতে হবে, উড়তে হবে আমার বাটারফ্লাই।"
আহনাফ চরিত্রটি অসাধারণ
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর হয়েছে
মাশাল্লাহ মাশাল্লাহ। অসাধারণ সুন্দর হইছে মুন্নিপু। গল্পটা এতো চমৎকার!😩 অনেক অনেক ভালো লাগছে মুন্নিপু। আহনাফ আর অর্ষাকে নিয়ে নতুনভাবে কিছু বলার নাই। ওরা আগে থেকেই ভালোবাসার তালিকায়। ভীষণ প্রিয় একখান জুটি।🥹🫶 গল্পে সবার চরিত্রই দারুন ছিল। শুধু একজন বাদে।🙂 এবার গল্পে আসি,, গল্পটাই তো ভীষণ মধুর। শুরুতেই আহনাফ আর অর্ষার কাহিনিগুলো ভীষণ মজাদার ছিল। 😂 এত হাসি পাইছে! 🤣 কিন্তু পরেই অর্ষার যেন কী হয়ে গেলো! ও যখন শাদাফকে ভালোবাসে তখন আমার এতটা বাজে অনুভূতি কাজ করছে! 🙂 তারপর হঠাৎ করেই কতগুলো দিন কেটে গেলো। ভীষণ লম্বা একটা সময়। এরমাঝে কি হইসে কিছুই বুঝতে পারি নাই। যখন জানতে পারলাম! 🙂 আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাই নি। কিছু কিছু অমানুষ থাকেই আমাদের সমাজে। অর্ষার জন্য ভীষণ খারাপ লাগছিলো।🫠 কিন্তু তারপর আহনাফ! সে তো বরাবরই বেস্ট প্রেমিক এবং হাসবেন্ড। 😌🫶 তাকে নিয়ে কিছু বলার নাই। সে যে এতো ভালোবাসা কোথায় পায়! মাশাল্লাহ। তার ভালোবাসার কথা তো সবথেকে বেশি প্রিয়। সবকিছু মিলিয়েই গল্পটা অসাধারণ সুন্দর ছিলো।😌 শেষে তো এতো ভালো লাগছে! 😌🫶কিন্তু ফেসবুকে কিছু কিছু পার্ট পড়ে বুঝতেই পারিনি যে ভেতরে এরকম একটা কাহিনি থাকতে পারে। 🫶🫠 শেষে দারুণ ছিল কাহিনিটা।🤭😩 আমি আমার মতামত দিলাম।খারাপ হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আমি তেমন লিখতে পারি না তাই গুছাতে পারি নি হয়তো।🫠 অবশেষে প্রিয় লেখিকা! ভালোবাসা নিও। তোমার লেখা যতগুলো পড়েছি সবগুলো অসাধারণ সুন্দর। রানিং টাও পড়ছি। আমাদের এতো সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য তোমাকে শুকরিয়া। 🥹ভালোবাসি মুন্নিপু। 🥀🖤😚 রেটিং :৫/৫ এটা আহনাফের আহানা! 🫶😌😚
অনেক সুন্দর হয়েছে 🥰🥰🥰🥰🥰
অসম্ভব একটা ভালোবাসার গল্প মন প্রাণ জুড়িয়ে গেছে এতো সুন্দর হয়ে খুব খুব ভালো লাগছে লাভ ইউ প্রিয়াপু এতো মিষ্টি একটা গল্প উপহার দিয়েছো এতো এতো ভালোবাসা নিও ❤️❤️❤️
একে অপরের প্রতি সম্মান, অভিমান, অভিযোগ, অনুরাগ, ভালোবাসায় পূর্ণ থাকুক আহনাফ-অর্ষার সংসার। ওদের জুটিটা একদম হৃদয়ে গেঁথে আছে। প্রিয়া আপুর লেখা মানেই অসাধারণ, অমায়িক। আহনাফ-অর্ষা বরাবরই খুব পছন্দের সাথে প্রিয়া আপুও। আহনাফ-অর্ষা মানেই দারুণ কিছু। তাদের নিয়ে লেখা প্রতিটি সিজন অনবদ্য, মন মোহিত করার মতো। তেমনি বাটারফ্লাই-ও ব্যতিক্রম নয়। অসম্ভব সুন্দর হয়েছে। তাদের ভালোবাসাকে খুব সুন্দর ও সুক্ষ্ম ভাবে উপস্থাপন করেছে প্রিয়া আপু। এই অসাধারণ ও ভালোবাসার জুটিকে আবারও আমাদের মাঝে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়া আপুকে। তোমার আগামী দিনগুলোর জন্য শুভকামনা ও অশেষ ভালোবাসা রইল। 💝🫶
আমার কাছে খুবই ভালো লেগেছে গল্পটি সব মিলিয়ে অসাধারণ একটি গল্প আসলে যেখানে অর্ষা আর আহনাফ আছে সেখানে তো ভালো হবেই। আমি মূলত অর্ষা আর আহনাফ এর জন্যই বইটি কিনেছি। অর্ষা আর আহনাফ আমার খুবই প্রিয় একটা জুটি ♥️
অনেক সুন্দর আর মন করা জুটি. অসাধারণ
আপুর লেখা পড়ে আমি কখনো নিরাস হইনি এবারও হলাম না। ভালোবাসা নিও আপু। অনেক অনেক সুন্দর হইছে ❤️❤️
মুন্নি আপুর সব গল্প+বই+ইবুক সবই পড়েছি, তবে সবচেয়ে পচ্ছন্দের জুটিটা হচ্ছে অর্ষা আর আহনাফ।আর বাটারফ্লাই ইবুকটি মন জুড়ায় দিয়েছে। 💝💝