"শুনে নাও, ঘুমকন্যা! শুনে নাও, স্তব্ধ রাত। শুনে নাও, এই পাপের রাজ্যের প্রতিটি দেওয়াল, ইট, কাঠ, পাথর, আমি এক পাপী রাজা। পাপ জড়িয়ে আমার রন্ধে রন্ধে এবং দেহের প্রতিটি শিরায় শিরায়। আর আমার এই পাপ জড়ানো দেহ ও মনে আমি ভালোবেসেছি এক পবিত্র ফুলকে। তাকে পেতেই তীব্র প্রেম সাজিয়েছি আমার মনাঙ্গনে। স্বযত্নে মনের মলিকানা লিখে দিচ্ছি অলিখিত এক দলিলে। সেই সঙ্গে নিস্তদ্ধ মধ্যরজনীতে এই আমি স্বজ্ঞানে ওয়াদা করছি, মৃত্যু'র আগ মুহূর্তে স্বেচ্ছায় আমি কখনো তার হাত, ছাড়ব না, ছাড়তেও দেবো না। দেহে প্রাণ থাকা অবধি তাকে চোখের আড়াল করব না। সে চায় বা না চায় আমি তার ছত্রছায়া হয়ে থাকব আজীবন। এটাই এক কলঙ্কে জড়ানো পাপী রাজার ওয়াদা। যে ওয়াদা কখনো কোনো পরিস্থিতিতেই বরখেলাপ হবে না।" ~দিগন্ত
সত্যিই কথা বলতে আলো আপুর ফেসবুক গল্প গুলো পড়েছি রানিং টাও পড়ছি। সেগুলো অসম্ভব ভালো লেগেছে। কিন্তু এই গল্প টা বিস্তর প্লট নিয়ে লেখা। শুধু প্রেমে সীমাবদ্ধ নয় এই প্লটের গল্পের জন্য এই জায়গা না। এটা আরো বিস্তারিত ভাবে হবে কিন্তু গল্প টা খুব লাফিয়ে লাফিয়ে চলেছে কেমন যেনো খাপ ছাড়া। তারপর প্রথম খন্ডের জন্য বই এর দামটা ও অনেক বেশি। মোটামুটি ভালো লেগেছে তবে ইবুক এমন চড়া দামে খন্ড আকারে বই নিয়ে আসলে প্রথমে পাঠক কিনবে কিন্তু পরবর্তীতে পাঠক হারিয়ে যাবে।৭০ টাকা দিয়ে ইবুক কিনবো তাও আবার অসমাপ্ত এটা খুব দুঃখজনক।
Read all reviews on the Boitoi app
ফেসবুকে আলো আপুর অনেক গল্পই পড়া হয়েছে তাঁর মধ্যে অন্যতন সাঁঝক বাতি সিজন ওয়ান পরে সবসময় চাইতাম সিজন ২ আসুক আর সেটাতে দিগন্ত আর শিফার হ্যাপি এন্ডিং হোক❤️তাই আর দেরি না করে চলে আসলাম সত্যি বলতে অসাধারণ হয়েছে গল্পটা🌸💝 কিন্তু এখনো মনের ভয় রয়ে গেলো প্রথম অংশ পড়ে আদৌও দিগন্ত আর শিফার একসাথে কি বাঁচা হবে🥹❤️তাড়াতাড়ি দিবেন আপু দ্বিতীয় অংশ ❤️
মারাত্মক সুন্দর ❤️
আলো আপু মানেই রহস্য আমি তার সাঝক বাতি প্রথম সিজন পড়েছি। অসাধারণ একটা গল্প আর মাথা গুরানোর, মত থ্রিলার থাকে তার গল্পে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গল্প লেখে দেওয়ার জন্য।
গল্পটি ভালো লেগেছে। তবে সিজন-১ এর মতো খুব একটা ভালো লাগিনি। সিজন-১ মন ছুঁয়ে গেছিলো।২য় খন্ড কবে পাবো? সেই অপেক্ষায় আছি
প্রায় অনেক জায়গায় বানানে এবং শব্দে ভুল আছে। নোনাবালির তীর নামে ফেসবুকে যে গল্পটা ছিল ঐ গল্পটার ৮ টা পর্ব ই এখানে আছে। প্রায় ৮০% ই ফেসবুকের গল্পটা। সাঁঝক বাতি গল্পটা একটা ইমোশন আমার কাছে। গল্পটার ইবুক ভার্সন বের হয়েছে যেনে তাড়াতাড়ি কিনে ফেলেছি কিন্তু আমি হতাশ । লেখিকা আপার কাছ থেকে এটা প্রত্যাশা করিনি। আশাকরি ২য় খন্ড খুব তাড়াতাড়ি দেবেন।। পাঠক হিসেবে মতামত দিয়েছি। ভুল কিছু বললে ক্ষমা করবেন।।।। লেখিকা আপার জন্য শুভকামনা।।।
অপেক্ষায় ছিলাম