আমরা তাদেরই ছোট ছোট কথা গুলো নিয়ে দুঃখ কষ্ট অনুভব করি যাদের আমরা ভালোবাসি বা খুব আপন মনে করি। আশা করছি তুই বুঝতে পারছিস। তোর কাছে হয়তো মনে হচ্ছে তেমন কিছুই না। কিন্তু একুশ দিন কম সময় না। মনোবিজ্ঞানীদের মতে, একজন মানুষের অন্য আরেকজন মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে তাদের মস্তিষ্ক নব্বই থেকে চার মিনিট সময় নেয়। সহজ ভাষায় বলতে গেলে প্রেমে পড়তে নব্বই সেকেন্ড এনাফ।
"অনেক অনেকদিন পর এতো তৃপ্তি নিয়ে একটা গল্প পড়লাম। ইশিয়ার লেখা বরাবরই আমার পছন্দের। তার লেখা পড়ে শুধু মুগ্ধ হই। আজকে তার ব্যতিক্রম হয়নি। এতো সুন্দর শব্দ চয়ন, মার্জিত - পরিপাটি বর্ণনা, সংলাপ সব মিলে অসাধারণ ছিলো এই ‘ ভুল নয় ফুল’। সব সময়ের মতোই মুগ্ধ হয়েছি তার লেখা পড়ে। তাঁর লেখা একজন রুচিশীল পাঠক কে কখনোই হতাশ করবে না তা আমি হলফ করে বলতে পারি। অসাধারন হয়েছে গল্পটা। প্লট বরাবরের মতোই দুর্দান্ত ছিলো। অনেক অনেক ধন্যবাদ লেখিকাকে এতো সুন্দর গল্প উপহার দেয়ার জন্য। ভালোবাসা আর শুভ কামনা রইলো। আরো নতুন কিছু অপেক্ষায় রইলাম কিন্তু।"
মাহতাবরা কি শুধু উপন্যাসেই থাকে! ইশ আরেকটু যদি ওদের সংসার নিয়ে পড়তে পারতাম,বাস্তবে অপরাজিতাদের নিয়ে মাহতাবরা সংসার করে না ❤️
Read all reviews on the Boitoi app
❤️❤️❤️❤️👌👌👌👌👌
ভীষণ সুন্দর একটা গল্প। শুরু থেকেই চমৎকার আকর্ষণ করেছে। লেখনী, প্লট, সংলাপ সবকিছুই চমৎকার ছিলো। শুধু শেষটা মনে হলো আরেকটু সুন্দর করে, আরেকটু ডিটেইলসে লিখলে আরও ভালো লাগত। মাহতাব আর অপরাজিতা জুটি অনেক ভালো লেগেছে।
অনেক সুন্দর হয়েছে আপু।তবে আরেকটু বড় হলে মন্দ হতো না🥹🥹
ইনশিয়াহ আপুর যতগুলো লেখা পড়ছি সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এ বইটি। অনেক তৃপ্তি নিয়ে বইটি শেষ করেছি।
আমি এতো তৃপ্তি করে পড়েছি গল্পটা। ভীষণ, ভী-ষ-ণ সুন্দর! সবচেয়ে সুন্দর ছিল মাহতাবের ক্যারেকটার। এতো স্নিগ্ধ কোনো ছেলে মানুষ হয়। ওর জন্য তো আমার ই মন কেমন করে উঠেছে, আল্লাহ্ জানে অপরাজিতা কি করে এত দূর দূর করতে পেরেছে। অবশ্য বোকা ইগো নিয়ে থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। আমি উপভোগ করেছি। এই ইনশিয়াহ আপু তুমি এতো সুন্দর করে কিভাবে লেখো ? আচ্ছা যখন লেখালেখি করো তখন কি বিভিন্নরঙা কাঠগোলাপের বাগানে বসে লেখো ?? গল্প যেন সৌরভে মৌ মৌ করে। ভালবাসা তোমাকে সন্দেশ ❤❤❤ প্লিজ লেখালেখি ছেড়ে দিও না।
গল্পটা সত্যিই অনেক সুন্দর। মাহতাব অপরাজিতার সাথে সুন্দর একটা সময় কাটলো❤️ আপনাকে অনেক শুভকামনা আপু ভবিষ্যতে আমাদের আরো সুন্দর গল্প উপহার দিবেন আশা করছি💓
এক কথাই অসাধারণ একটা গল্প পড়লাম। শুকরিয়া লেখিকা এতো চমৎকার একটা গল্প উপহার দেওয়ার জন্য।
গল্প টা অনেক সুন্দর হইছে, দারুণ সুন্দর। তৃপ্তি নিয়ে গল্প টা শেষ করলাম,তবে শেষ টা আরো সুন্দর আশা করছিলাম।লেখিকার লেখনশৈলী অসাধারণ 💖💖💖
দারুন হয়েছে আপু।তোমার গল্প মানেই প্রায় সব চরিত্রই পজেটিভ চিন্তার পাওয়া যায়।যা বেশ লাগে❤।আর এমন জেঠামিয়া থাকলে জীবনসঙ্গী ভালো তো হবেই।এদিকে মাহতাবের ফ্রেন্ডগুলা এত ভালো! এই জন্যই মাহতাব সঠিক সিদ্ধান্তটা সহজে নিতে পারছে।আর নিতা ভাবির কথা কি আর বললো অসাধারন একটা মানুষ😍।এনাকে আমার অনেক ভালো লাগছে।এমন প্রতিবেশি কম বান্ধবী থাকলে জীবনে চলা অনেক সহজ হয়।সব মিলিয়ে দারুন হয়েছে।তবে শেষটা একটু তাড়াতাড়ি হয়েছে বলে মনে করি🤐।