মন ভেঙে গেলে, সবাই নতুন করে জীবন শুরু করতে পারে না। নতুন করে শুরু করতে চায়ও না অনেকে। তারপরও হঠাৎ করে মানুষ এমন কারও দেখা পায়, যাকে দেখে, মনের বন্ধ দুয়ার আনমনেই খুলে যায়। স্বপ্নেরা ডালা মেলতে চায়। আবারও ভালোবাসতে মন চায়। আবারও প্রেমে জড়াতে ইচ্ছে করে। আবার কখনও চলতিপথে এমন কারও সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, যাঁরা আমাদের জীবনে গাঢ় ছাপ রেখে যায়। আর কখনোই তাঁদের সঙ্গে আমাদের দেখা হয় না; কিন্তু তাঁদেরকে আমরা ভুলতে পারি না কোনোদিন। জীবন চলার পথের নানান ঘটনা নিয়ে, ভিন্ন ধরনের চারটি গল্প নিয়েই ‘তুমি আছ তুমি নাই।’
ভিন্নধর্মী চারটি সাবলীল গল্পের সমাহার। ”তুমি আছ, তুমি নাই” - গল্পটার শেষটা ভিন্নভাবে আশা করেছিলাম, কিন্তু অন্তর্মুখী মানুষেরা হয়তো দিনশেষে এভাবেই হেরে যায়। লেখিকা যেভাবে শিশুদের স্বল্পপরিচিত মানুষের কাছে রাখার বিষয়টি তুলে ধরেছেন, তা বেশ ভালো লেগেছে। ”রাতের শেষ ট্রেন” - গল্পটি যে চমৎকার বার্তা দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ”অপেক্ষা” - এই ছোটগল্পটি খুব সুন্দর ছিল। কারো অপেক্ষা শেষ হচ্ছে দেখে ভালো লাগল। ”শেষ প্রহর” - এই গল্পটি ছিল সবচেয়ে সুন্দর। রিনির মতো আত্মসম্মানবোধসম্পন্ন চরিত্র সবসময়ই প্রিয়। লেখিকার পরবর্তী বইগুলোর জন্য রইলো আন্তরিক শুভকামনা।
Read all reviews on the Boitoi app