এই গল্পটা সত্য। কালো এক অধ্যায় প্রিয়ে এসেছে বাংলাদেশ। পনর বছরের সে অধ্যায়ের এক ক্ষুদ্রাতিক্ষুদ্র গল্প।
আসলেই... কিয়ামতের আগে যে এই সত্য গল্পগুলো বলতে পারবো, বিচার চাইতে পারবো ভাবতেও আতংকিত হতে হতো একটা সময়। অথচ মহান রব কতটাই রহম করেছেন এই দুনিয়াতেই আমাদের সেই সুযোগটা করে দিলেন। কৃতজ্ঞতায় নুয়ে যায় অন্তর। পৃথিবীর সকল মযলুম সুবিচার পাক!
Read all reviews on the Boitoi app
সেই ভয়াবহ রাতের যেনো সঠিক বিচার হয়। আল্লাহ যেনো সেই হত্যাযজ্ঞের বিচার দেখে যাওয়ার তৌফিক দেন।