পুরান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের প্রাণবন্ত ও চঞ্চল প্রকৃতির মেয়ে মেহের। পরিবারের সবচেয়ে ছোট সদস্য হওয়াতে সকলের নয়নের মণি ছিল সে। কিন্তু সে কখনো ঘুণাক্ষরেও টের পায়নি কত বড় অভিশাপ তার মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। কাঞ্চনপুরের শত বর্ষের পুরনো রহস্যময়, অভিশপ্ত ও পরিত্যক্ত প্রাসাদে ২ যুগেরও বেশি সময় আগে রচিত হয়েছিল এক বিভীষিকাময় কালো অধ্যায়। এক অতৃপ্ত, প্রতিশোধ পরায়ণ অশরীরী নিরন্তর অপেক্ষায় ছিল জমিদার ইখতিয়ার মাহমুদের শেষ বংশধরের। অশরীরীর কালো থাবা প্রতিনিয়ত তাকে হাতছানি দিচ্ছিলো। নিয়তির খেলায় অবশেষে কাঞ্চনপুরে আগমন ঘটে তার। তার মাধ্যমেই সেই অভিশপ্ত অশরীরী পূরণ করে নেয় তার অভিশাপ। নির্বংশ করে দেয় জমিদারের গোটা বংশ তারই শেষ বংশধরের মাধ্যমে।
অসাধারণ
Read all reviews on the Boitoi app
অসাধারণ
গল্পটা অসাধারণ। হরর ও থ্রিলার ধাচের। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।