ঘুমাস নি কেনো?" হঠাৎ নির্ভাণ গায়ে একটা শার্ট জড়াতে জড়াতে জিজ্ঞেস করলো। সানায়া অপ্রস্তুত।এলোমেলো দৃষ্টি বোলালো চার দিকে।কি জবাব দিবে? যে আপনাকে দেখার জন্য মন আমার ছটফট করছিল?বুকে মরুভূমির ন্যায় খাঁ খাঁ করছে? উঁহু এসবের কিছু বলা যাবে না।যা পাষাণ মানুষ অপমান করে সোজা রুম থেকে বের করে দিয়ে ঠাশ করে দরজা বন্ধ করে দিবে মুখের উপর। তাই কোনো জবাব না দিয়ে সানায়া চুপ করে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। নির্ভাণ গায়ে শার্ট জড়িয়ে বোতাম লাগায় না।এভাবেই এগিয়ে যায় সানায়ার দিকে। সানায়া মেঝের দিকে দৃষ্টিপাত করে রাখলো নির্ভাণ ভাই যে এক পা দু-পা করে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে সেটা ঠাহর করা মাত্র মেয়েটার গলা শুঁকিয়ে এলো।বুকের ভেতর দ্রিমদ্রিম শব্দ হৃদপিণ্ড টা লাফিয়ে যাচ্ছে। ওড়নার একটা কোণায় মুঠোয় নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল।নির্ভাণ এগিয়ে গিয়ে সানায়া কে ওভারটেক করে দরজা টা বন্ধ করে দিলো। সানায়া চমকে উঠলো। নির্ভাণ পেছন থেকে সানায়া কে জড়িয়ে ধরলো। ওড়না সড়িয়ে পাতলা লেডিস্ টি-শার্ট এর উপর দিয়ে সানায়ার পেটের উপর নিজের সদ্য শাওয়ার নেওয়া পানিতে ভিজে ঠান্ডা হয়ে থাকা হাত গুলো শক্ত করে চেপে ধরলো।নিচু হয়ে সানায়ার ঘাড়ে নাক ঘষে।সানায়ার শরীর নিস্তেজ হয়ে আসছে। কণ্ঠনালী রোধ হচ্ছে। শরীর কাঁপছে। দাঁড়িয়ে থাকার মতো শক্তি পাচ্ছে না শরীরে। তবে মনে মনে এসবের জন্য নিজে কে দায়ী করলো।কি দরকার ছিল নিজের পায়ে হেঁটে বাগের গুহায় ঢোকার? -"তুই কি কোনো ভাবে আমায় মিস করছিলি?"
Khub khub khub valo legeche...ki shundor onuvuti gulo...
Read all reviews on the Boitoi app
Darun lagce 🥰❣️🥰
Just mind-blowing.. Atoo sundor book ami ar pori nai. Golper main character gulo atoo sundor chiloo. Ja bolar bahiree & the writing skill just Awesome 🥰🥰😍😍. For the writer best of luck. 🥰
তোমার প্রথম ই-বুক পড়ে মুগ্ধ হয়েছিলাম আর এটা পড়ে কি বলবো কিভাবে প্রসংশা করবো বুঝতে পারছি না আপু এত সুন্দর এত কিউট একটা গল্প পড়লাম যে যত তারিফ করবো ততই কম মনে আমার কাছে আফি একান্ত নির্ভাণ সানায়া এই দুই জুটিকে আমার অনেক কিউট লাগে 🥰🥰🥰🥰 অনেক সুন্দর হয়েছে আপু পড়তে পড়তে কখন শেষ হয়ে গেল টেরই পাই নাই ❤️🌸🌸🌸🌸🌸 অসাধারণ হয়েছে গল্পটা 🌼🌼🌼🌼
অপূর্ব
অনেকে সুন্দর একটা বই উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপু
খুব সুন্দর হয়েছে
এক কথায় অসম্ভব সুন্দর হয়েছে গল্পটি তোমার লেখা ফেসবুকের সবগুলো গল্প আমি পড়ছি আর তোমার লেখা দুটো ইবুকই পড়লাম। ই বুকটি অসম্ভব সুন্দর হয়েছে। আমার তো পয়সা উসুল 😁 আর যারা রোমান্টিক গল্প পড়তে পছন্দ করে তাদের জন্য বেস্ট একটি ই-বুক 🌚🤭🙈🙈।
Onk onk sondor hoise apu. 💖💖