এটা একটা বিয়ের গল্প। পারিবারিক আয়োজনে বিয়ে। দু'টো মানুষ তাদের বিয়ের পরের জীবনটা কেমন করে শুরু করে সেটা নিয়েই গল্পটা।
"খুব সুন্দর একটা গল্প ছিল। পড়তে পড়তে ভালো লাগার রাজ্যে আকণ্ঠ ডুবে ছিলাম। এত এঞ্জয় করে এর আগে আমি আর কোনো ই-বুক পড়িনি। এত জলদি শেষ হয়ে গেল বলে খুব খারাপ লাগছে। আমি বইটি নিশ্চয়ই সবাইকে রেকমেন্ড করব। তৃধা আপুকে ধন্যবাদ এত সুন্দর করে লিখার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।❤️"
আমার এই গল্পটা খুব ভালো লাগসে আপু, খুব মানে খুব। আমার প্রিয় গল্পের তালিকায় আমি এটালে যুক্ত করেছি কিন্তু কথা হচ্ছে আমার মন ভরেনি😞 আমি ওদেরকে আরও পড়তে চাই আপু..প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ আপু ওদেরকে বইয়ের পাতায় নিয়ে আসো। আমার এই অনুরোধটা রাখো আপু, এই গল্পটা এমন যে পড়লে যে কারো মন ভালো হয়ে যাবে। এতো সুন্দর! পড়তে গেলে আর থামতে ইচ্ছা করে না😭 প্লিজ আপু আমার রিকোয়েস্ট টা রাখো😭🤲🏿
Read all reviews on the Boitoi app
এমন মেয়ে থাকতে পারে না টা না, আমি নিজেও এমন, কিন্তু তুশির এই ইগনোর ইগনোর , damn care ভাব রাতুল , husband এর প্রতি, এটা ভালো লাগে নাই। Tridha র লিখা ভালো লাগে, একটা মায়া মায়া আদুরে ভাব থাকে, যেটা বরাবরই পছন্দের।
দারুন
আপনার লেখা আমার ভালো লাগে। পড়ার অপেক্ষায় আছি। শুভকামনা রইল ❣️❣️
রাতুল আর তুশির মিষ্টি গল্প।
Kub misti
ভীষণ সুন্দর সাদামাটা মিষ্টি বিবাহ পরবর্তী সম্পর্ক নিয়ে প্রেমময় একজুটিকে নিয়ে লেখা গল্পটা খুবই ভালো লাগলো আপু। বিয়ে শব্দ কতটা পবিত্র ও সুন্দর এ গল্পটা পড়ে বোঝা যায়। ধন্যবাদ আপু সুন্দর এই লেখাটার জন্য 🥰
অসম্ভব সুন্দর একটি গল্প ♥️♥️♥️
কি সুন্দররর! পড়েই বিয়ে করতে ইচ্ছা করতেসে -_-
তৃধা আপুর সবগুলো লেখাই হৃদয় নিংড়ানো সুখ দুঃখের অনুভূতি দিয়ে লেখেন।এই গল্পটা আরো একটা মিষ্টি সুখের অনুভুতি হয়ে থাকলো❤️❤️❤️