আজ চিত্রার বিয়ে! হৈ-হুল্লোড় করা বিয়ে বাড়িতে সবাই নিজেদের কাজে ব্যস্ত। খুব বড় অনুষ্ঠান নয়, একদম সাধারণ সাদামাটা ভাবেই সল্প পরিসরে চলছে চিত্রার বিয়ের আয়োজন। বউ সেজে বসে আছে চিত্রা। ঘরে হইচইপূর্ণ তার কাজিন ও ভাগ্নি, ভাতিজীগুলো নিজেদের মাঝেই ব্যস্ত হয়ে সাজগোজ ও গল্পে মসগুল। আর চিত্রা... সাদামাটা সাজে বউ সেজে বসে আছে। দু'হাত ভর্তি লাল চুড়ি, গলায় পাতলা স্বর্ণের এক হার, কানে ঝুমকো ও সিঁথি বেয়ে কপালে পরে থাকা এন্টিকের এক টিকলি। লাল জামদানি শাড়িতে মাথায় লাল রঙের পাতলা জরজেটের ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। সাদামাটা লাল টুকটুকে বউ সেজে বসে আছে বিছানায়। হাতে মেহেদী। দু'হাতের আঙুল সহ তালুর উপর নিচ গোল গোল করে দেওয়া। দিতে চায় নি চিত্রা, জোর করেই লাগানো হয়েছে। পাঁচ মিনিটেই রঙ! মেহেদীর গাড়ো লাল রঙে তাকিয়ে বোঝারও উপায় নেই, বর তাকে কতটা ভালোবাসে! তবে, হাতের দিকে তাকিয়ে সেসব কিছুই ভাবে নি চিত্রা, সে জানালার পাশে বসে অদূরে তাকিয়ে। বিষন্ন মনে অপেক্ষার প্রহর গুণছে কারোর আসবার। বর? উঁহু! বউ সেজে বরের অপেক্ষায় নেই চিত্রা, সে তো অপেক্ষায় আছে অন্য কারোর, অনাকাঙ্ক্ষিত এক পুরুষের। কে সেই পুরুষ? যার অপেক্ষায় নিজের বিয়ের দিনেও অপেক্ষার প্রহর গুণছে চিত্রা?
নিভ্রান চিত্রা কে নিয়ে এই গল্পের একটু অংশ ফেসবকে প্রকাশ করা হয়েছিল তখন থেকেই পড়তে মন চেয়েছিল খুব করে।চিত্রার দুষ্টু মিষ্টি প্রেম ভালোবাসা পূর্ণতা পেয়েছে।
Read all reviews on the Boitoi app
তাসফি রুপা জুটির পরে আমার প্রিয়র তালিকায় রয়েছে নিভ্রান চিত্রা জুটি। নিভ্রান চিত্রার খুনসুটি, ঝগড়া, ভালোবাসা সবকিছুই সুন্দর ছিলো।আজ চিত্রার বিয়ে নামের সাথেও গল্পের কাহিনির মিল রয়েছে। আর তোমার লেখনীয় বরাবরের মতোই প্রশংসনীয়।
নিভ্রান আর চিত্রা কে আবারও চাই কোনো নতুন গল্পে নতুন ভাবে!! তবুও চাই প্লিজ এই জুটি নিয়ে আরও গল্প আমি/আমরা পড়তে চাই, আশা রাখি আশাহত হবো না ❤
বাহঃ বেশ ভালো
আরও পড়তে চাই।
প্রথমেই বলি নিভ্রান- চিত্রা পছন্দের জুটি। এদের কে যদি আবারও পাই তাহলেও পড়তে রাজি আছি। অসাধারণ ছিল গল্পটা। গল্পের নামের সঙ্গে একদম মিলে গেছে। জাযাকাল্লাহ খাইরান লেখিকা চমৎকার একটা গল্প উপহার দেওয়ার জন্য।
নিভ্রান-চিত্রা পছন্দের একটি জুটি। এদের ঝগড়া, খুনসুঁটি, অভিমান, ভালোবাসা সবকিছু এতো উপভোগ্য ছিলো!! নামের সাথে কাহিনীর মিল রেখে যেভাবে প্রতি ঘটনা সাজানো হয়েছে, সুন্দর! চিত্রার সব রূপের মাঝে অভিমানী চিত্রা আমার বেশি পছন্দ। প্লটও এই অভিমানী চিত্রকে ঘিরেই। নিভ্রানের লুকোনো ভালোবাসার প্রকাশটিও সুন্দর। আর আমার সবচেয়ে পছন্দের পার্ট নিভ্রাণের তিন কবুল বলা। এতো সুন্দর ছিল কেনো সবটা!!
নিভ্রান চিত্রা আমার অন্যরকম এক ভালো লাগা। এই দুই চরিত্র নিয়ে যদি আরও আরও গল্প লেখা হয় সবই পড়ে ফেলবো আমি। দুজনের দুষ্টু মিষ্টি ঝগড়া, মান অভিমান, ভালোবাসা, খুনসুটি সবই আমায় আকৃষ্ট করে। গল্পটা আরও বড় হলো না কেন? মনে হইছে পড়তে শুরু করতেই শেষ হয়ে গেলো।
নো নড়াচড়া বন্ধু!🙊 ফেসবুকে "অবিচ্ছেদ্য উপাখ্যান" পড়ার পর থেকেই নিভ্রান-চিত্রা জুটির প্রেমে পড়েছি।ই-বুকে তারা এসেছে জেনে পড়ার জন্য ধৈর্য্য হারা হয়ে ছিলাম। নিভ্রান-চিত্রার প্রেম আর খুনসুটি বরাবরই দারুন লাগে।বজ্জাত নিভ্রানের ধমক আর বেয়াদব চিত্রা নাটক-অভিমান সব কিছু ভীষণ উপভোগ করি আমি। লেখিকাকে আবারও ধন্যবাদ সুন্দর একটা ই-বুক দেওয়ার জন্য।আপনার সফলতা কামনা করি!❤️