দুই বছর পরে কেমন আছে মহল্লাবাসীরা? কেমন চলছে রেবা খালা ও আরেফীন সাহেবের নতুন সংসার? মিজান সাহেবের মৃত্যু উপলক্ষে তার দুই মেয়ে ইলা মিলা আবার একসাথে হয়েছে- মিলা মনে করেছিল তার জীবনের ঝড় ঝাপ্টা সে পিছনে ফেলে এসেছে। ফাহিমের সাথে এখন সম্পর্কে রয়েছে চমৎকার বোঝাপড়া, ব্যবসাও দিনেদিনে বাড়ছে। কিন্তু সত্যি কি তাই? ইলা জীবনের চড়াই উৎরাই পার হয়ে একটা শান্তির ঘর পেয়েছে, পেয়েছে ইমেলার মতো ফুটফুটে মেয়ে। কিন্তু তারপরেও থেকে থেকে মন কেন উচাটন হয়ে যাচ্ছে? রনি আর আগের সেই রনি নাই। মিলা ওকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছে, শরীরচর্চা করে সেও নিজের স্বাস্থ্যের অনেক উন্নতি করেছে। কিন্তু নতুন জয়েন করা হৈমন্তী ওকে একফোঁটাও পাত্তা দেবে না, এ কেমন কথা? রনি তাহলে ম্যানেজারগিরি দেখাবে কার ওপরে! এমন ছোট ছোট হাসিকান্না নিয়ে বোনা হয়েছে হতে পারে প্রেমেরই গল্প (তৃতীয় খন্ড)।
এই পর্বে কারও পূর্ণতা তো কারও ভীষণভাবে রিক্ততার গল্প লেখক এত মনোগ্রাহী করে বলেছেন যে মন ছুঁয়ে যায়।
Read all reviews on the Boitoi app
“আমি তো শুধু মেয়ে সন্তান না, আমি একজন সন্তান।”—-একদম! ফাহিম, ফাহিম এটা কি হলো!!!!
ইলা,শাহেদের জন্য শুভ কামনা। মিলার জন্য মনটা খারাপ হয়ে গেল, ফাহিমের কি এই কাজটা করা খুব জরুরি ছিল? সবমিলিয়ে ভালো লেগেছে।
ফাহিম এর ওপর ভরসা ছিলো, অল্পবিস্তর ভালো ভেবেছিলাম কিন্তু পরে মিলার মতোই আস্থা এসে গিয়েছিল। মিলার এতো পরিশ্রম কি বিফলে যাবে তবে? পরের খন্ড কখন আসবে, আর তর সইছে না..
4th part er jonno.opekhai roilam. Asha kori taratari pabo. ❤❤❤
এ কি করলে? গতানুগতিক ধারা থেকে বের হওয়ার আশায় ছিলাম।
এটা কি হলো? মানে শুরুটা এত চমৎকার চলছিলো, ইলা, শাহেদ জুটি,রনি,হৈমন্তী ওদেরও অনেক ভালো লাগছিলো। কিন্তু কোথাও না কোথাও মিলা ফাহিম জুটিকে মিস করছিলাম। কিন্তু শেষে এসে যাওবা পেলাম, এখন তো মনে হচ্ছে ওদের গল্প না দিলেই ভালো হতো। তবে টুইস্টটা দারুণ ছিলো। চতুর্থ পর্বের জন্য এখন অপেক্ষা করা মুশকিল হবে মনে হচ্ছে। লেখকের লেখা বরাবরের মতোই টানছে। চমৎকার লাগলো।
প্রতিটি চরিত্রের দুস্টু মিষ্টি সময় গুলো খুব ভালো লেগেছে, শুধু শেষে এসে মিলার পরিনতি দেখে কান্না চলে আসছে। এটাই হয়তো জীবন, সুখ দু:খ মিলিয়ে। এক বসায় পড়ে শেষ করার মতো গল্প। মিলার স্ট্রাগল পড়ার অপেক্ষায় রইলাম।
খুব ভাল লাগলো পড়ে। অপেক্ষা করছি পরবর্তীতে কি হবে এই ভেবে। নতুন বই আসবে কবে?
হাসি কান্না বাস্তবতা মিশে এক হয়েছে ভালো লেগেছে