সাদা কালো জীবন নামে বইটই অ্যাপে আমার এবারের আয়োজন একটু ভিন্নধর্মী চারটা গল্প নিয়ে। চার ধারার চারটা গল্প যেমন, অতীত বর্তমান, ভবিষ্যৎ এবং চলমান ঘটনা নিয়ে। চলমান গল্পটা সমসাময়িক একটা গল্প যা সত্যি ঘটনা অবলম্বনে। গল্পের নাম স্বার্থপরতা। অতীত নিয়ে যে গল্পটা সেটাও বাস্তবতার আলোকে লেখা, যার নাম নৃশংসতা। বর্তমান নিয়ে যে গল্প আছে সেটাও কঠিণ বাস্তব, যার নাম দাম্ভিকতা। ভবিষ্যৎ নিয়ে যে গল্পটা সেটা যদিও কাল্পনিক তবে অদূর ভবিষ্যতে এমন ঘটনার বাস্তবতা পরিলক্ষিত হলেও হতে পারে। গল্পটার নাম হটকারিতা। আশাকরি পাঠকদের চারটা গল্পই ভালো লাগবে। নিপীড়নের কাহিনিগুলো কোন জনরায় ধরা হয় বুঝতে পারছি না!
বইয়ের প্রতিটি গল্পই অন্যরকম। ভীষণ ভালো লেগেছে। শুভকামনা নিরন্তর ❤️
Read all reviews on the Boitoi app
গল্পের মেসেজগুলো ভালো লাগলো।