বিস্তীর্ণ নীলাকাশ।দুদিকে দুহাত মেলে প্রকৃতির স্নিগ্ধতা অনুভব করছে এক যুবতী।চোখ তার তৃষ্ণার্ত।কাউকে দেখার বেদনা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত।অবশেষে চলে এলো সেই সন্ধিক্ষণ।ব্যক্তি নিজেই এসে ধরা দিলো তার কাছে।এগিয়ে গেল ইশিকে ছোঁয়ার প্রত্যাশায়।মুহুর্তেই ছিঁটকে গেল ইশি।কাতর কন্ঠকে কঠোর রুপ দিয়ে বললো, 'আমার পরিবার ভেঙে যাবে এই দুধর্ষ প্রেমলীলায়।তান্ডব হয়ে চূর্ণ-বিচুর্ণ করে দেবে শিকদার মঞ্জিল।তার থেকে অপেক্ষাই শ্রেয়। 'এগিয়ে গেল স্পর্শ।দুহাত দিয়ে শক্ত করে তার ভেতরটা নাড়িয়ে দিয়ে বললো, "আর আমি এই অপেক্ষাকে নিঃশ্বেষ করে দেব।তান্ডব বইয়ে দেবো পরিবারের উপর;যারা আমার এই অপেক্ষার অবসান ঘটাতে বাঁধা দেবে।"
অসাধারণ একটি গল্প ছিলো। সিনিয়র জুনিয়র কাহিনী আমি অনেক পড়েছি তবে এরকম মুগ্ধ হয়ে যাওয়ার মতো কাহিনী একটাও পাইনি।স্পর্শী - পরশ, পাভেল - আর্শী আমার খুব পছন্দের চরিত্র।আর এই গল্প পড়ার পর স্পর্শ আর ইশি ও পছন্দের তালিকায় যুক্ত হলো। যতো পড়েছি ততোই মুগ্ধ হয়ে গেছি। লেখিকার লেখনী মাশআল্লাহ অনেক গোছানো।তবে গল্প পড়ার সময় মনে হয়েছে অনেক তাড়াহুড়ো করা হয়েছে। কিন্তু কোনো ব্যাপার না শুধু বলবো জাস্ট দারুন একটি গল্প ছিলো। এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। এভাবেই আরো মন ছুঁয়ে যাওয়া গল্প উপহার দেবেন আশা করি।
Read all reviews on the Boitoi app
Onk sondor Hoice
তোমার লিখা গুলো অসাধারণ।
অপেক্ষায় ছিলাম। আজ পড়ে ভালো লাগছে। অনেক অনেক দোয়া ও ভালবাসা লেখিকার জন্য। 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
অসম্ভব সুন্দর হইছে লেখিকার আপি গল্পটা
Sob kisu mila onak sundor cilo golpota
সুন্দর হয়েছে গল্পটি
ওটা স্বপ্ন ছিলো?? আমার তো হার্ট এট্যাক হয়ে যাচ্ছিল পড়তে যেয়ে। যাই হোক অসাধারণ একটা গল্প। পরশ স্পর্শী কে তো খুবই ভালো লাগে। এই বয়সেও ওরা কত রোমান্টিক। স্পর্শী ভীষণ সাহসী। স্পর্শ ইশিকেও অনেক ভালো লেগেছে। ইশির উপর অনেক রাগ হচ্ছিল কেন স্পর্শীর কাছে স্পর্শ কে খারাপ বানালো। স্পর্শ এর জন্য অনেক খারাপ লাগত। বেচারা কত কষ্ট করে সহ্য করতো সব। গল্পের সমাপ্তি টা সুন্দর ছিল। বড় হলেও এক বিন্দু পরিমাণ বিরক্তি আসে নি গল্প পড়তে। অনেক অনেক ভালোবাসা আপু
রাজনীতির রংমহল বইটির প্রথম খন্ড পড়ার পর থেকেই অধির আগ্রহে ছিলাম দ্বিতীয় খন্ড কবে আসবে...! অবশেষে আমার পছন্দের লেখিকা আপাই দ্বিতীয় খন্ড দিয়েই দিলো। রিভিউ কিভাবে দিবো বুঝতে পারছি না..... বইটা এত্ত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে অতিরিক্ত খুশির কারণে ঠিকমতো রিভিউ ও দিতে পারছি না🙂 যাই হোক বইটা সত্যিই খুব সুন্দর একদম লেখিকার মত।🤭
আসসালামু আলাইকুম মিমি আপু। কেমন আছো?? কালকে রাতে রাজনীতির রংমহল ই-বুক টা পড়া শেষ করলাম।তাই ভাবলাম রিভিউ দিয়েই ফেলি।বরাবরই মতো তোমার প্রতি গল্পই অসম্ভব ভালো লাগে ।তার মধ্যে মনে হয় পরশ-স্পর্শী কে নিয়ে লেখা গল্প গুলোই বেশি ভালো লাগে। বলতে গেলে ওদের জুটি টা আমার খুব পছন্দের একটা জুটি। যেহেতু এই ই-বুক টা ইশি-স্পর্শ কে নিয়ে লেখা তারপর ও স্পর্শীর ভূমিকা টা অনেক সুন্দর ফুটে উঠেছে গল্পের মাঝে। ই-বুক টার যখন প্রথম খন্ড পড়লাম পড়ার আগে অনেক এক্সাইটেড ছিলাম। কিন্তু লাস্ট পর্যায়ে এসে গল্পটা পড়ে এত মর্মাহত হবো ভাবি নাই। এত কান্না পাইছে বলার বাইরে। যখন শুনলাম দ্বিতীয় খন্ড আসবে তখন শান্তি পেয়েছি। আর আশায় ছিলাম কখন আসবে দ্বিতীয় খন্ড। শেষ মেষ এসেই গেল দ্বিতীয় খন্ড টা।গল্পে ইশি-স্পর্শ বয়সটা মেটার করে না। ওদের একে অপরের প্রতি ভালোবাসাটাই আগে। কিন্তু ইশির ব্যাবহারে এত রাগ হয়েছিল বলার বাইরে। তারপর ও স্পর্শর বুদ্ধিমত্তা বিবেক বিবেচনায় সব কিছু সুন্দর করে হ্যান্ডেল করেছে। যা খুব ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে স্পর্শীর বুদ্ধিমত্তা দেখে। সব কিছু কত সুন্দর করে চোখের পলকেই বুজে যায়। যা খুব ভালো লাগছে। সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ই-বুক ছিল যা আমাকে মুগ্ধ করেছে। আর মিমি আপু তুমি এতটা কষ্ট করে স্ট্রাগল করে গল্প টা লিখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই লিখে যাও। সব সময় পাশে আছি। অবিরাম ভালোবাসা আপু এত সুন্দর একটা ই-বুক দেওয়ার জন্য। 💜🌺