এক অপ্রত্যাশিত দুর্ঘটনার জের ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জিসান আর ইশা। বলতে গেলে এক প্রকার জোর করেই জিসান বিয়েটা করে ইশাকে। ইশাও বাধ্য হয়ে জিসান নামক পুরুষটির সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হয় তিন কবুল পড়ে। কিন্তু এই অপ্রত্যাশিত দুর্ঘটনার মূল সূত্রপাত হলো ইশা। যেই দুর্ঘটনা পরেই ইশার মায়াডোরে খুব বাজে ভাবে ফেঁসে যায় জিসান নামক সুদর্শন পুরুষ মানুষটি। আর তারপরেই ঠিক করে নিজের মায়াডোরে নিজ প্রেয়সীকে আবদ্ধ করবে। কিন্তু ইশা কি জিসানের মায়াডোরে নিজেকে আবদ্ধ করবে নাকি সারা জীবন অবহেলা করে যাবে জিসানকে?
এই গল্পটায় আমার কাছে জিসানের চরিত্র টা ভিষণ ভালো লেগেছে,,সত্যি ভিষণ মন ছুয়ে গেছে ❤️❤️❤️
Read all reviews on the Boitoi app